Shreya Ghoshal: ১ বছর পূর্ণ একরত্তি দেবয়ানের, ছবি শেয়ার করলেন মা শ্রেয়া ঘোষাল

শ্রেয়া ঘোষাল

1/10
আজ তাঁদের ছেলের প্রথম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি আর আদুরে পোস্ট শেয়ার করে নিলেন মা শ্রেয়া ঘোষাল।
2/10
শ্রেয়া ঘোষাল ও শিলাজিৎ মুখোপাধ্যায়ের একরত্তি ছেলে খুদে দিব্যান এক বছরে পা দিল। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ হাসিখুশি ছবি শেয়ার করে নিয়েছেন শ্রেয়া।
3/10
শ্রেয়া লিখেছেন, শুভ জন্মদিন ছোট্ট ছেলে। দিবয়ান অর্থাৎ নিবু (ডাকনাম)।
4/10
শ্রেয়া আরও লেখেন, 'তুমি বাবা-মা হিসেবে আমাদেরও জন্ম দিয়েছো।'
5/10
শ্রেয়া আরও লেখেন, 'তুমি আমাদের শিখিয়েছো জীবন ভালোবাসায় ও খুশিতে ভরা।'
6/10
শ্রেয়া আরও লেখেন, 'তোমার ওপর সবসময়ে আশীর্বাদ থাকুন আর তোমার চারপাশের পৃথিবীটা সুন্দর, সংবেদনশীল থাকুক। ভালো মানুষ হও।'
7/10
সোশ্যাল মিডিয়ায় ছেলের ৬ মাস বয়সের একাধিক ছবি শেয়ার করে নিয়েছিলেন শ্রেয়া। অনুরাগীরও মুগ্ধ হয়েছিলেন।
8/10
২০১৫ সালে দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক শিলাদিত্যকে বিয়ে করেন সঙ্গীতশিল্পী শ্রেয়া।
9/10
সোশ্যাল মিডিয়ায় আজ দেবয়ানের ছবি দেখে তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
10/10
বলিউড থেকে টলিউড, সোশ্যাল মিডিয়ায় দেবয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানান অনেকেই।
Sponsored Links by Taboola