Shweta Pandit: সন্তান ইজানাকে কেন ‘কোভিড-১৯ বেবি’ বলছেন শ্বেতা পণ্ডিত?
সন্তান ইজানার জন্ম হওয়ার পর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় তার পূর্ণাঙ্গ ছবি পোস্ট করলেন গায়িকা শ্বেতা পণ্ডিত। গতকাল আন্তর্জাতিক নারী দিবসে তিনি সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি পোস্ট করেন। ছবি সৌজন্যে ট্যুইটার
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল ট্যুইটারে মেয়ের সঙ্গে তোলা দু’টি ছবি পোস্ট করেন শ্বেতা। ছবি সৌজন্যে ট্যুইটার
ইনস্টাগ্রামে আরও একটি ছবি পোস্ট করেছেন এই গায়িকা। তিনি লিখেছেন, ‘ইজানার জন্মের ২ ঘণ্টা পরে + ১৪ ঘণ্টার প্রসব যন্ত্রণা ও প্রসব। স্বামী ও সন্তান শান্তিতে ঘুমোচ্ছে। আমি গত ২৪ ঘণ্টায় তাদের কঠোর পরিশ্রমকে কুর্ণিশ জানাচ্ছি। কিন্তু আমার মধ্যে থাকা মহিলা সবসময় জাগ্রত থাকবে, ওদের দেখছি, এমন কিছু নেই যা আমরা করতে পারি না।’ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
২০১৬ সালে জোধপুরে হিন্দু রীতি অনুসারে ইতালির চলচ্চিত্র প্রযোজক ইভানো ফুচির সঙ্গে বিয়ে হয় শ্বেতার। করোনা আবহে ইতালিতে ইজানার জন্ম হয়।
শ্বেতা অবশ্য করোনা পরিস্থিতির কারণে প্রথমে সন্তানের জন্ম হওয়ার কথা ঘোষণা করেননি। ইজানার জন্ম হওয়ার ২ মাস পরে তিনি এই খবর জানান।
গত বছরের ফেব্রুয়ারিতে ইতালিতে জন্ম হওয়ায় ইজানাকে ‘কোভিড-১৯ বেবি’ বলছেন শ্বেতা।
বিখ্যাত সঙ্গীতশিল্পী পণ্ডিত যশরাজের আত্মীয়া শ্বেতা। তিনি মাত্র চার বছর বয়সে ইলাইয়ারাজার সঙ্গে কাজ করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -