Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Strand Road Fire: দুঃস্বপ্নের রাত, আগুন নেভাতে গিয়ে দগ্ধ দমকলকর্মীরাই
সোমবার সন্ধ্যায় স্ট্র্যান্ড রোডের বহুতলে বিধ্বংসী আগুন লাগে। স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে বিধ্বংসী আগুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসার্ভার রুমে আগুন, পূর্ব ভারতে বিস্তীর্ণ শাখায় অনলাইন বুকিং বন্ধ। বিপর্যস্ত র্পূর্ব রেল, দঃ পূর্ব রেল, উত্তর পূর্ব সীমান্ত রেলের অনলাইন পরিষেবা।
নন্দরাম মার্কেটের দুঃস্বপ্ন ফিরল স্ট্র্যান্ড রোডে। পূর্ব রেলের অফিসে বিধ্বংসী আগুন লাগে।
সন্ধে ৬টা নাগাদ আগুন লাগে বহুতলের ১৩ তলায়। ক্রমশ তা ছড়িয়ে পড়ে ১২ তলায় রেকর্ড রুমে। ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন। দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় বাবুঘাট থেকে হাওড়া পর্যন্ত যান চলাচল।
ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ঘটনাস্থলে ডিজি ফায়ার ও কলকাতা পুলিশের কমিশনার।
১৩ তলায় রেলের ১ নিরাপত্তারক্ষীর মৃত্যু। মৃত ব্যক্তি রেলের ডেপুটি সিকিউরিটি কমিশনারের দেহরক্ষী।
স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৯।
মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্য সরকারের।
মৃতদের পরিবার পিছু একজন করে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার।
ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি এসএসকেএম হাসপাতালেও যান।
রেলের জায়গা, রেলের সবটাই। তাদের ওপরও দায়িত্ব বর্তায়। ওরা কেউ আসেনি। দমকল থেকে ম্যাপ চাওয়া হয়েছিল। সেই সহযোগিতাও করেনি। বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -