Shweta Tiwari: বয়স চল্লিশের কোঠায়, তবুও গ্ল্যামার কোশেন্টে সকলকে মাত করবেন শ্বেতা
শ্বেতা তিওয়ারি। হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ। ওয়েব সিরিজেও তাঁর জুড়ি মেলা ভার। আবারও তিনি উঠে এলেন খবরের শিরোনামে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগ্ল্য়ামারের নিরিখে বছর চল্লিশের অভিনেত্রী শ্বেতা তিওয়ারি এখনও বলে বলে গোল দিতে পারে যে কোনও নিউ এজ তারকাকে।
সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে শ্বেতা শেয়ার করেছেন তাঁর ফটোশুটের বেশ কিছু ছবি। যেখানে নিজস্ব স্টাইলের জাদুতে শ্বেতা রীতিমত উত্তাপ ছড়িয়েছে ।
শ্বেতার মেয়ে পলক তিওয়ারিও নেট দুনিয়ায় বেশ অ্য়াক্টিভ। তাকেও খুব তাড়াতাড়ি বলিউডে দেখতে পাওয়া যাবে বলে খবর।
'কসৌটি জিন্দেগি কি' ধারাবাহিকে অভিনয় শ্বেতা তিওয়ারিকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল।
সুন্দরী হওয়ার পাশাপাশি শ্বেতা যথেষ্ট সাহসীও বটে। বিভিন্ন সময়ে তাঁকে সোশ্য়াল সাইটে মন্তব্য় করতে দেখা গেছে।
ব্য়ক্তিগত জীবনে দু'বার বিয়ে করেছেন শ্বেতা। কিন্তু দুটি ক্ষেত্রে সম্পর্ক সফলতা পায়নি। যদিও প্রতিমুহূর্তে মেয়ের সঙ্গে আনন্দে বেঁচে থাকতে পছন্দ করেন এই গ্ল্যাম গার্ল।
পশ্চিমি আউটফিট থেকে শুরু করে ভারতীয় পোশাকেও এইরকমভাবে সুন্দর ও সাবলীল লাগে শ্বেতা তিওয়াকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -