In Photos: ৪০ বসন্ত পার, আজও চির নবীন পর্দার প্রেরণা
শ্বেতা তিওয়ারি
1/5
বিনোদন দুনিয়া থেকে ভার্চুয়াল মাধ্যম, দুটো ক্ষেত্রেই সমানভাবে তাল মিলিয়ে চলছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন শ্বেতা। ইতিমধ্যেই যা ভাইরাল হয়েছে।
2/5
জানি গিয়েছে ফটো শ্যুটের জন্য এই ছবি তোলেন শ্বেতা। দেখা যাচ্ছে হালকা খয়েরি রঙের গাউন পরেছেন তিনি।
3/5
খোলা চুলে মোহময়ী লাগছে শ্বেতাকে। হাই শ্লিট কাটের গাউনের সঙ্গে মানানসই স্মোকি আই মেকআপ।
4/5
দুই সন্তানের মা। ৪০ বছর পেরিয়েও এখনও যেন চির নবীন শ্বেতা। তাঁর অনুরাগীরাই বলছে একথা।
5/5
টেলি সিরিয়ালের মাধ্যমেই অভিনয় জগতে প্রবেশ শ্বেতার। তাঁর প্রেরণা চরিত্র আজও দর্শকদের মনের কোণে রয়ে গিয়েছে। এছাড়াও একাধিক ছবিতে অভিনয় করেছেন শ্বেতা। বিগ বস ফোরে বিজয়ীও হন তিনি।
Published at : 09 Mar 2021 11:48 AM (IST)