In Photos: ৪০ বসন্ত পার, আজও চির নবীন পর্দার প্রেরণা

শ্বেতা তিওয়ারি

1/5
বিনোদন দুনিয়া থেকে ভার্চুয়াল মাধ্যম, দুটো ক্ষেত্রেই সমানভাবে তাল মিলিয়ে চলছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন শ্বেতা। ইতিমধ্যেই যা ভাইরাল হয়েছে।
2/5
জানি গিয়েছে ফটো শ্যুটের জন্য এই ছবি তোলেন শ্বেতা। দেখা যাচ্ছে হালকা খয়েরি রঙের গাউন পরেছেন তিনি।
3/5
খোলা চুলে মোহময়ী লাগছে শ্বেতাকে। হাই শ্লিট কাটের গাউনের সঙ্গে মানানসই স্মোকি আই মেকআপ।
4/5
দুই সন্তানের মা। ৪০ বছর পেরিয়েও এখনও যেন চির নবীন শ্বেতা। তাঁর অনুরাগীরাই বলছে একথা।
5/5
টেলি সিরিয়ালের মাধ্যমেই অভিনয় জগতে প্রবেশ শ্বেতার। তাঁর প্রেরণা চরিত্র আজও দর্শকদের মনের কোণে রয়ে গিয়েছে। এছাড়াও একাধিক ছবিতে অভিনয় করেছেন শ্বেতা। বিগ বস ফোরে বিজয়ীও হন তিনি।
Sponsored Links by Taboola