Sid Kiara Wedding: কিয়ারার হাতের কলিরায় ছিল সিদ্ধার্থের নামে আদ্যক্ষর, রোম আর আইফেল টাওয়ারের ছবি
তাঁদের বিয়ে এখন শিরোনামে। সূর্যগড় প্যালেসে স্বপ্নের বিয়ে, ঢালাও অতিথি আয়োজন, প্রাচুর্য্য.. সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)-র বিয়ে যেন রূপকথা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁদের বিয়ের আয়োজন , অতিথি তালিকা সবকিছুর ওপরেই নজর রয়েছে অনুরাগীদের।
গোলাপি আর আইভরি আভায় নজর কেড়েছে তাঁদের বিয়ের সাজও। কিন্তু জানেন কী ঠিক কী কী বিশেষত্ব ছিল সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের সাজে?
বিয়ের দিন কিয়ারার হালকা গোলাপি লেহঙ্গায় ছিল সূক্ষ নকশা। রোমান স্থাপত্যের থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল এই নকশা।
সিদ্ধার্থ ও কিয়ারা দুজনেই নাকি ভালবাসেন রোম। আর তাই কিয়ারার নকশায় রইল রোমান স্থাপত্যের ছোঁয়া। কিয়ারা মাথায় রেখেছিলেন গাঢ় গোলাপি পাড়ের হালকা রঙের ভেল। তাঁর সেই ভেলে লেখা ছিল তাঁদের বিয়ের তারিখ।
কিয়ারার হাতের কলিরাতে ছিল সিদ্ধার্থ ও কিয়ারার নামের আদ্যক্ষর। সদ্য এই যুগল হারিয়েছেন তাঁদের পোষ্য অস্কারকে। কিয়ারার হাতের চূড়ায় রইল তার প্রতিচ্ছবি।
কিয়ারার হাতে ছিল সলিটায়ারের হীরের আঁটি। কিয়ারা আর সিদ্ধার্থ যখন একে অপরে প্রণাম করার পোজ দিচ্ছেন, তখন নজর কেড়েছিল তাঁর হাতপদ্ম। আঙুলে ছিল ওভাল শেপের বিশাল এক হিরের আংটি।
গলায় হীরে ও পান্নার মিশ্রণে তৈরি ভরাট নেকলেস নজর কেড়েছিল সবার। কানে ছিল পান্না ও হীরের দুল।
কিয়ারার কপালে দেখা গেল হীরের ভারি টিকলি। কিয়ারার কলিরাতেও লেখা ছিল রোম। ছিল প্যারিসের আইফেল টাওয়ারও।
অন্যদিকে সাজগোজে তাক লাগিয়েছিলেন সিদ্ধার্থও। আইভরি থ্রেডওয়ার্ক, সোনার জারদৌসি, এবং বাদলা কাজ বোনা ছিল সিদ্ধার্থের শেরওয়ানিতে। ছক ভেঙে সিদ্ধার্থ পরেছিলেন ভারি সোনা ও আনকাট হীরের পোলকি গয়না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -