R Ashwin: কুম্বলের রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন তারকা অফস্পিনার
টেস্ট ক্রিকেটে দারুণ এক রেকর্ড গড়লেন আর অশ্বিন (R Ashwin)। ভেঙে দিলেন কিংবদন্তি অনিল কুম্বলের (Anil Kumble) কীর্তি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছেন তামিলনাড়ুর অফস্পিনার।
তাঁর শিকারের তালিকায় অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড। অশ্বিনের বোলিং পরিসংখ্যান ১৫.৫-২-৪২-৩।
রবীন্দ্র জাডেজার সঙ্গে জুটি বেঁধে অশ্বিনের স্পিনই অজি ব্যাটারদের ঘায়েল করেছে বৃহস্পতিবার।
টেস্ট ক্রিকেটে সাড়ে চারশো উইকেট হয়ে গেল অশ্বিনের। দেশের হয়ে ৮৯তম টেস্টে সাড়ে চারশো উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অশ্বিন। গড়লেন নতুন কীর্তি।
অশ্বিনের আগে অনিল কুম্বলে ৯৩তম টেস্টে সাড়ে চারশো উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন।
সেই রেকর্ড ভেঙে দিলেন অশ্বিন। তিনিই এখন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে দ্রুততম সাড়ে চারশো উইকেট নেওয়া বোলার।
অস্ট্রেলিয়ার ক্যারি হলেন অশ্বিনের সাড়ে চারশোতম শিকার। আপাতত ৪৫২ উইকেট হয়ে গেল অশ্বিনের।
তবে বিশ্বরেকর্ড শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরনের দখলে। মাত্র ৮০ টেস্টে সাড়ে চারশো উইকেট পেয়েছিলেন শ্রীলঙ্কার অফস্পিনার।
টেস্টে ৪৫২ উইকেটের পাশাপাশি ওয়ান ডে-তে ১৫১টি ও টি-টোয়েন্টিতে ৭২টি উইকেট রয়েছে অশ্বিনের। টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় নয় নম্বরে তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -