Sidharth Kiara Marriage: বিয়ের জন্য সপরিবার জয়সলমের উড়ে গেলেন কিয়ারা আডবাণী, প্রকাশ্যে এয়ারপোর্ট লুকের ছবি
বিয়ের জন্য মরুশহর জয়সলমীরে উড়ে গেলেন কিয়ারা আডবাণী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ছবি। অভিনেত্রীর সঙ্গে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরাও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসূত্রের খবর, জয়সলমীরের পাঁচতারা হোটেল সূর্যগড়ে বসতে পারে সিড-কিয়ারার বিয়ের আসর। কিছুদিন আগে সেই বিলাসবহুল হোটেলের ছবিও প্রকাশ্যে এসেছিল।
শোনা গিয়েছে, ৬ ফেব্রুয়ারি নাকি সাতপাক ঘুরবেন কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্র। আর ৪ এবং ৫ তারিখ বিয়ের আগের অনুষ্ঠান, রীতিনীতি পালনের সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে।
শোনা যাচ্ছে, সিদ্ধার্থ মালহোত্র এবং কিয়ারা আডবাণীর বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে পারেন স্বস্ত্রীক শাহিদ কপুর। ইতিমধ্যেই নাকি অতিথি সমাগম শুরু হয়েছে জয়সলমীরের বিলাসবহুল পাঁচতারা হোটেলে।
এর আগে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফও তাঁদের বিলাসবহুল বিয়ে সেরেছেন মরুশহরেই। ভারতীয় রীতিতে বিয়ের ক্ষেত্রে রাজস্থানকেই বেছে নিয়েছিলেন নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়াও। এবার সেই দলেই নাম লেখালেন সিদ্ধার্থ এবং কিয়ারা।
একটিই সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। সুপারহিট ছবি 'শেরশাহ'- তে একসঙ্গে দেখা গিয়েছে দুই তারকাকে।
শোন যায়, ২০২০ সাল থেকে ডেটিং শুরু করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও, অস্বীকারও করেননি এই দুই বলি তারকা।
সূত্রের খবর, শাহরুখ খানের প্রাক্তন দেহরক্ষী সিদ্ধার্থ এবং কিয়ারার বিয়ের নিরাপত্তা সামাল দেওয়ার দায়িত্বে রয়েছেন।
এদিন জয়সলমীর যাওয়ার সময় কিয়ারার এয়ারপোর্টও লুকও বেশ নজর কেড়েছে। অভিনেত্রীর পরনে ছিল অয়েস্টার্ন আউটফিট। সঙ্গে ফুশিয়া পিঙ্ক রঙের স্টোল।
শোনা গিয়েছে, অন্যান্য অতিথিরাও বিয়ের দিন দুয়েক আগে থেকেই পৌঁছে যাবেন জয়সলমীরের বিলাসবহুল ভেন্যুতে। পাঁচতারা হোটেলের মধ্যেই বিভিন্ন ভিলায় তাঁদের থাকার বন্দোবস্তও নাকি ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে। ছবি সূত্র- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -