Sidharth Shukla Birth Anniversary: মায়ের সঙ্গে সিদ্ধার্থ, প্রয়াত অভিনেতার এই ছবিগুলো দেখলে চোখে জল আসবে অনুরাগীদের
আজ ৪১তম জন্মদিন প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর। গত ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমা রীতার সঙ্গে সিদ্ধার্থ শুক্লর সম্পর্ক উল্লেখযোগ্য ছিল। জীবনের প্রতিটা মুহূর্তে তিনি মাকে কতটা ভালোবাসেন, তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেতা।
প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে দেখা যাবে, সেখানে অন্যান্য ছবির সঙ্গে রয়েছে মায়ের সঙ্গে সময় কাটানোর বহু ছবি। আর তার সঙ্গে অবশ্যই বিশেষ কিছু বার্তা বা মনের কথা লেখা।
সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সিদ্ধার্থ শুক্ল জানিয়েছিলেন যে, তিনি তাঁর 'বিগ বস' জয় তাঁর মাকে উৎসর্গ করছেন।
সিদ্ধার্থের মনোবল বাড়ানোর জন্য 'বিগ বস'-র ঘরেও আসেন তাঁর মা। আর সেই ভিডিও লক্ষ লক্ষ অনুরাগীর মন জিতে নিয়েছিল।
আজ প্রথমবার জন্মদিনে এই পৃথিবীতেই আর নেই সিদ্ধার্থ। রয়ে গিয়েছে কিছু ছবি।
মায়ের সঙ্গে সিদ্ধার্থের এই সমস্ত ছবি দেখে চোখের জল আটকে রাখতে পারছেন না অনুরাগীরা। ইতিমধ্যেই তাঁরা প্রয়াত অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন।
এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'সিদ্ধার্থ বেঁচে আছেন আমাদের ভালোবাসায়। সিদ্ধার্থ শুক্ল বেঁচে থাকবেন আমাদের মনে।'
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্ল।
'বালিকা বধূ' খ্যাত অভিনেতাকে শেষবার 'ব্রোকেন বাট বিউটিফুল' ওয়েব সিরিজে দেখা গিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -