Anupam Roy: দেখতে দেখতে ৪১ এর ঘরে পা, গান থেকে ছোট গল্পের আঙিনায় এক আলোকবর্ষ অনুপম
দেখতে দেখতে ৪১ এ পা, গান থেকে ছোট গল্পের আঙিনায় এক আলোকবর্ষ অনুপম রায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্কুল জীবনে তো বটেই, কলেজ জীবনেও চুটিয়ে খেলেছেন তিনি।
তবে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সময় সঙ্গী ছিল গিটার। তবে গানটা শুরু কিন্তু কলেজে মোটেই নয়।
গানের পরিবেশেই বড় হয়ে উঠেছেন অনুপম রায়। বাড়িতে সঙ্গীতচর্চাটা পরিবার থেকেই পেয়েছেন।
আধুনিক গান শুনে ভাললাগা শুরু। নিজেও কবিতা লেখার পাশাপাশি দেওয়া শুরু করলেন সুর। সেই শুরু।
তবে বাংলা নাটকে গান লিখতে লিখতে ব্যাঙ্গালুরুতে চাকরি পাওয়া এই মানুষটা যদিও কোনও সীমানায় আটকে রেখে গান লেখেননি।
তার জীবনে বিশেষ করে ছোটবেলায় আব্বাস কিওরোস্তামির নির্বাক ছবির প্রভাব পড়েছিল।
বাড়িতে নিয়মিত গানের পরিবেশ। তাইতো তার গানে এতো বৈচিত্র। জীবন দর্শন লক্ষ্য করা যায়। তবে তিনি আজও ছোটগল্পের প্রতি ভালবাসা অটুট রেখেছেন।
উঠে আসে পাতিলেবুর মতো গল্প। তবে শুধু গল্প, পদ্য, গানেই নিজেকে আটকে রাখেননি। এখনও পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। খেলেন ক্যারামও।
আজ তার জন্মদিন। প্রতিবারের মতোই অনুরাগী উচ্ছ্বাসে ভেসেছেন। তার গান ভক্তদের কণ্ঠে ঘুরে বেড়াচ্ছে করিডোর বেয়ে বারান্দায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -