Singer Shaan: উদয়পুরে ছুটি কাটাতে সপরিবারে শান, সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন ছবি
উদয়পুরে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সঙ্গীতশিল্পী শান। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন ছুটি কাটানোর ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন শান। সেখানে ছুটির মেজাজে দেখা গেল সঙ্গীতশিল্পীকে।
কেবল শান নয়, সঙ্গে গিয়েছিলেন তাঁর গোটা পরিবার। শান ছবি শেয়ার করে লিখেছেন, ' উদয়পুর ও রণকপুরে একটা দারুণ ছুটি কাটিয়ে এলাম পরিবারের সঙ্গে। সেখান থেকেই কিছু মুহূর্ত ভাগ করে নিচ্ছি।'
রাজকীয় প্যালেসে বসে দাবা খেলায় মত্ত সঙ্গীতশিল্পী। রাজপ্রাসাদের অন্দরমহলের রাজস্থানী কাজ আপনার নজর কাড়বেই।
সূর্যাস্তের সময় পরিবারের সঙ্গে শান। সঙ্গীতশিল্পীর পারিবারিক ছবি দেখে মুগ্ধ অনুরাগীরাও।
চোখে কালো চশমা, মাথায় টুপি, সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাগ করে নিয়েছেন শান। রাজস্থান ভ্রমণের ছবি ঝলমল করছে শানের সোশ্যাল মিডিয়ায়।
সপরিবারে খাওয়া দাওয়া। যেমন মনোরম খাওয়ার পরিবেশ, তেমনই সুস্বাদ খাওয়ার ব্যবস্থা
এই ছবিটি ভাগ করে শান লিখেছেন। 'যেন ১৬-র দশকে ঘুরে এলাম। এটি রণকপুরের জৈন মন্দির'
শান আরও জানান, এই মন্দিরটিতে বিশ্বের সবচেয়ে বড় জৈন মন্দির বলে মনে করা হয়। রণকপুরে এলে অবশ্যই এখানে একবার আসা উচিত।
সোশ্যাল মিডিয়ায় শানের উদয়পুর ভ্রমণের ছবি ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রচুর মানুষ। কমেন্টবক্স ভরেছে প্রশংসায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -