Shreya Ghoshal Baby Shower: কোভিড পরিস্থিতি, অনলাইনেই সাধ 'মম টু বি' শ্রেয়ার
'মম টু বি' শ্রেয়া ঘোষাল। শ্রেয়াদিত্যের অপেক্ষায় শিলাদিত্য। কিন্তু কোভিড পরিস্থিতিতে কবলে পড়ে কি বাদ যাবে শ্রেয়ার সাধ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাও কি হয়! প্রিয় বান্ধবীর সাধের রীতিনীতি পালন করতে হাজির শ্রেয়ার গার্লস গ্যাং। মম টু বি লেখা স্যাসে পরে ল্যাপটপ স্ক্রিনের সামনে হাজির শ্রেয়াও।
ভার্চুয়াল সাধ পালন হল শ্রেয়ার। যদিও তাঁর পাতে রইল বান্ধবীদের তৈরি করে পাঠানো বিভিন্ন পদ।
শুধু কী খাবার! শ্রেয়ার জন্য উপহারও পাঠিয়েছিলেন সবাই। ল্যাপটপের সামনে বসেই পাত পেড়ে খেলেন শ্রেয়া।
মিষ্টি সেই সব মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখলেন হবু বাবা শিলাদিত্য।
মাতৃত্ব তারিয়ে তারিয়ে উপভোগ করছেন শ্রেয়া। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করেছিলেন তিনি।
খাবার থালার ছবিও শেয়ার করেছিলেন শ্রেয়া। পাঁচ ভাজা থেকে শুরু করে মাছ, মাংস, পায়েস.. কী নেই সেখানে!
খাবার সঙ্গে সঙ্গে শ্রেয়ার জন্য এল বিশেষ সব উপহারও। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লকডাউন নিয়ে আক্ষেপ শোনা গেল শ্রেয়ার গলায়।
কিছুদিন আগে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শ্রেয়া জানিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -