Hat tricks in IPL: যুবরাজ-রোহিতের এই রেকর্ড দেখলে হিংসে করবেন বোলাররাও
আইপিএলে বল হাতেও অনবদ্য নজির রয়েছে যুবরাজ-রোহিতের।
1/10
জাতীয় দলে এখন সুযোগ পান না। তবে অমিত মিশ্রর বল হাতে আইপিএলে এমন এক নজির রয়েছে যা আর কারও নেই। তিনিই একমাত্র বোলার যাঁর ঝুলিতে তিন তিনটি হ্যাটট্রিক রয়েছে।
2/10
অনেকেই জানেন না, বোলার যুবরাজ সিংহ আইপিএলে এক অনন্য নজিরের মালিক। আইপিএলে বলে দুটি হ্যাটট্রিক রয়েছে যুবির। আইপিএলে সব মিলিয়ে ৩৬ উইকেট রয়েছে তাঁর।
3/10
আইপিএলে খুব বেশি ম্যাচ খেলেননি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মাখায়া এনতিনি। মাত্র ৯টি ম্যাচ খেলেছেন। তাতেই একটি হ্যাটট্রিক রয়েছে তাঁর। শেষ খেলেছেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে।
4/10
আইপিএলের ইতিহাসে তাঁর নামটা লেখা থাকবে হয়তো অন্য কারণে। স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ২০১৩ সালে। ভারতীয় বোর্ড তাঁকে আজীবন নির্বাসিত করেছে। সেই অজিত চাণ্ডিলার অবশ্য বল হাতে আইপিএলে একটি হ্যাটট্রিক রয়েছে।
5/10
আইপিএলে মাত্র ১২টি ম্যাচ খেলেছেন ক্যারিবিয়ান ক্রিকেটার স্যামুয়েল বদ্রী। তাতেই একটি হ্যাটট্রিক রয়েছে তাঁর নামের পাশে।
6/10
আইপিএলে তাঁর বিধ্বংসী ব্যাটিং ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করে। তাঁর নামই হয়ে গিয়েছে 'হিটম্যান'। সেই রোহিত শর্মার বল হাতেও ঈর্ষণীয় একটি কীর্তি রয়েছে আইপিএলে। একটি হ্যাটট্রিক রয়েছে তাঁর। আইপিএলে মোট ১৫ উইকেট পেয়েছেন।
7/10
ইংল্যান্ড ক্রিকেটের নবতম তারা মনে করা হচ্ছে স্যাম কারানকে। ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছেন ইংরেজ অলরাউন্ডার। একটি হ্যাটট্রিক রয়েছ তাঁর।
8/10
আইপিএলে ২৭ ম্যাচে একটি হ্যাটট্রিক রয়েছে অ্যান্ড্রু টাইয়ের।
9/10
আইপিএলে ৩৩ ম্যাচে ২৮ উইকেট রয়েছে প্রবীণ তাম্বের। যার মধ্যে একটি হ্যাটট্রিক।
10/10
৪৫ আইপিএল ম্যাচে ৪৮ উইকেট রয়েছে শ্রেয়স গোপালের। তার মধ্যে একটি হ্যাটট্রিকও করেছেন তিনি। সব ছবি সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া।
Published at : 11 Apr 2021 01:45 PM (IST)