Sneha Ullal Birthday: তুলনা হত ঐশ্বর্যর সঙ্গে, কোথায় হারিয়ে গেলেন সলমনের নায়িকা স্নেহা?
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী স্নেহা উল্লালের। বি টাউনে তাঁর আত্মপ্রকাশ হয়েছিল সলমন খানের বিপরীতে 'লাকি- নো টাইম ফর লভ' ছবি দিয়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম যখন দর্শক দেখেন স্নেহাকে, তাঁকে তুলনা করা হতে থাকে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে। ঐশ্বর্যর সঙ্গে দেখায় অনেকটা মিল রয়েছে তাঁর।
কিন্তু ঐশ্বর্য রাইয়ের মতো দেখতে হলেই যে তার প্রভাব কেরিয়ারে পড়বে না, তা টের পাওয়া যায় পরেই। বি টাউনে খুব একটা সফল কেরিয়ার গড়তে পারেননি স্নেহা।
শুধু সলমন খানের বিপরীতেই নয়, স্নেহা উল্লালকে দেখা যায় সোহেল খানের বিপরীতেও ছবি করতে। সোহেলের বিপরীতে তিনি অভিনয় করেন 'আরিয়ান' ছবিতে।
পরবর্তীকালে অভিনয় করতে শুরু করেন দক্ষিণী ছবিতে। এর পাশাপাশি ইংরেজি এবং বাংলা ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।
স্নেহা উল্লাল সম্পূর্ণভাবে নিরামিশাষী। সাধারণ মানুষকেও তিনি উদ্বুদ্ধ করেন দুগ্ধজাত খাবার এবং মাংস খাওয়া ছেড়ে দেওয়ার জন্য।
পশুপাখীদের জন্য একটি হাসপাতাল গড়ার স্বপ্ন রয়েছে স্নেহা উল্লালের। একবার রাস্তার ধার থেকে একটি মুরগিকে উদ্ধার করেন তিনি। তার চিকিৎসা করান। মুরগিটি বেঁচে থাকে পরবর্তী ২ বছর।
একসময়ে অটোইমিউন ডিসঅর্ডারে ভুগতে থাকেন স্নেহা। যা তাঁর শরীর দুর্বল করে দিতে থাকে। তাই বিনোদন জগত থেকে ৪ বছরের বিরতি নেন তিনি।
বলিউডে খুব বেশি ছবিতে অভিনয় করতে দেখা যায় না স্নেহা উল্লালকে। আশা জাগিয়েও কার্যত হারিয়ে গিয়েছেন তিনি।
বলিউড অভিনেত্রী স্নেহা উল্লালকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -