Smartphones: ভারতে আসতে চলেছে দুটো নতুন স্মার্টফোন, কী কী লঞ্চের সম্ভাবনা? দেখুন সম্ভাব্য ফিচার

New Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে দুটো নতুন স্মার্টফোন। তবে সেগুলি লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোনে একটি ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
2/10
২ জানুয়ারি থেকে টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোনের প্রি-বুকিং করা যাবে অ্যামাজন থেকে। অর্থাৎ এই ই-কমার্স সংস্থা থেকেই টেকনো কোম্পানির নতুন ফোন কেনা যাবে। ৯ জানুয়ারি থেকে শুরু হবে ফোনের বিক্রি।
3/10
জানা গিয়েছে, এই ফোনে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে।
4/10
চিনের সংস্থা টেকনোর নতুন ফোনে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। এই ফোন মুনলাইট সিলভার এবং স্টারডাস্ট গ্রে- এই দুই রঙে লঞ্চ হতে পারে ভারতে।
5/10
আন্তর্জাতিক বাজারের পাশাপাশি ভারতেও লঞ্চ হতে চলেছে টেকনো সংস্থার এই ৫জি ফোন। Android 12-based HiOS 12- এর সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৬.৮ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে। তার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
6/10
একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর থাকতে পারে এই ফোনে। মেন ক্যামেরা সেনসরের পাশাপাশি এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে থাকতে পারে ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের একটি সেনসর। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
7/10
ভারতের নিজস্ব সংস্থা লাভা মোবাইলস (Lava Mobiles) দেশে নতুন স্মার্টফোন Lava X3 লঞ্চ করতে চলেছে। এটি একটি বাজেট স্মার্টফোন (Budget Smartphone) হতে চলেছে।
8/10
শোনা যাচ্ছে, Lava X3 ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশে হতে পারে। যদিও এই ফোনের দাম এবং লঞ্চের দিনক্ষণ নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে প্রি-অর্ডার কবে থেকে শুরু করা যাবে তা প্রকাশ্যে এসেছে।
9/10
অ্যামাজনের মাধ্যমে এই ফোনের প্রি-অর্ডার করা যাবে। যাঁরা Lava X3 ফোনের প্রি-অর্ডার করবেন, তাঁরা ফোনের সঙ্গে বিনামূল্যে একটি ওয়ারলেস ইয়ারবাডস পাবেন।
10/10
আগামী ২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে এই ফোনের প্রি-অর্ডার করা যাবে। এই ফোন প্রি-অর্ডার করলে ২৯৯৯ টাকার Lava Probuds N11 নেকব্যান্ড পাওয়া যাবে একদম বিনামূল্যে। ছবি সূত্র- পিক্সেলস।
Sponsored Links by Taboola