Celebrities Film Promotion: কেউ রেল স্টেশনে ভিখারি, কেউ অটোতে মেরেছেন পোস্টার, সিনেমার অভিনব প্রচার বলিউড তারকাদের
কয়ামত সে কয়ামত তক সিনেমায় নায়ক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ হয়েছিল আমির খানের। এই সিনেমার মুক্তির আগে পথে নেমে প্রচার করেছিলেন আমির। মুম্বই শহরে অটোর পিছনে সিনেমার পোস্টার মেরেছিলেন। যা অবশ্যই কোনও অভিনেতার সিনেমার প্রচারের এক অভিনব উপায়। (ছবি সোশ্যাল মিডিয়া)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগজনী সিনেমায় আমিরে মুণ্ডিত মস্তক লুক বেশ জনপ্রিয় হয়েছিল। এই সিনেমার প্রচারের জন্য তাঁর টিম খুঁজে নিয়েছিল এক অভিনব উপায়। এজন্য আয়োজন করা হয়েছিল ফ্যাশন শো। আর ওই ফ্যাশন শো-তে প্রত্যেক মডেলকে আমিরের হেয়ার স্টাইলে দেখা গিয়েছিল। (ছবি-সোশ্যাল মিডিয়া)
আমির খান তাঁর প্রত্যেক সিনেমার প্রচারেই অভিনব উপায় অবলম্বন করেন। ৩ ইডিয়টস সিনেমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। এই সিনেমার প্রোমোশনের জন্য দেশের সাতটি ভিন্ন ভিন্ন জায়গায় যান এবং সেই লোকেশনের ইঙ্গিত অডিয়েন্সদের দিয়েছিলেন। তাঁর এই অভিনব প্রচার বেশ নজর কেড়েছিল। আর সিনেমা যে হিট হয়েছিল, তা বলাই বাহুল্য। (ছবি-সোশ্যাল মিডিয়া)
হ্যারি মেট সেজল সিনেমার প্রচারের সময় শাহরুখ খাবন সেজল নামের তরুণীদের সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর আহমেদাবাদ থেকে ৭০০০ তরুণীর অনুরোধ এসেছিল। এরপর একটি ইভেন্টে ওই তরুণীদের সঙ্গে দেখা করেন শাহরুখ। (ছবি-সোশ্যাল মিডিয়া)
সাসপেন্স ও থ্রিলার সিনেমা কহানি-তে বিদ্যা বালনের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। তিনি অন্তঃসত্ত্বা মহিলার ভূমিকায় অভিনয় করেছিলেন। সিনেমার প্রচারের সময়ও বিদ্যা বালন ঠিক এমনই গেট আপ নিয়ে রেলস্টেশনে গিয়ে লোকজনকে সিনেমার কাহিনী সম্পর্কে অবহিত করেছিলেন। (ছবি সোশ্যাল মিডিয়া)।
এমনই অভিনব প্রচার ববি জাসুস সিনেমার জন্যও করেছিলেন বিদ্যা বালন। তখন তাঁকে হায়দরাবাদের রেল স্টেশনের বাইরে ভিখারির গেট আপে বসে পড়ছিলেন। তাঁকে ভিখারি ভেবে এক মহিলা পয়সাও দিয়েছিলেন ও বকাঝকাও করেছিলেন। (ছবি সোশ্যাল মিডিয়া)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -