Ritabhari Chakraborty Exclusive: শ্রীদেবীকে দেখে 'শাওন'-এ নীল শাড়ি পরতে চেয়েছিলেন ঋতাভরী
'সেই ছোট্টবেলা থেকে বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে। মেঘ করলে ছাদে গিয়ে দাঁড়াই, পুরো ভিজে তারপর নামি। এই তো সেদিনও যে বৃষ্টিটা হল...ভিজলাম। তারপর মায়ের বকুনি! বললেন, করোনার সময়, জ্বর হলে তো বোঝাও যাবে না সাধারণ জ্বর না করোনা!' হেসে ফেললেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। আগামীকাল মুক্তি পাচ্ছে অভিনেত্রীর নতুন গান 'শাওন'। কেবল গায়িকা নন, এই গানের জন্য কলম ধরেছেন ঋতাভরী। তবে মিষ্টি রোম্যান্টিক এই গান নাকি অনেকদিন আগে লিখেছিলেন ঋতাভরী। নিজের দ্বিতীয় প্লে-ব্যাক হিসাবে ছোটবেলার এই লেখাটিকেই বাছলেন তিনি। কারণ? বৃষ্টি তাঁর সবচেয়ে প্রিয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছোটবেলাতেই প্রেমের গান লিখেছিলেন? ঋতাভরী বললেন, ‘তখন আমি কিশোরী। বেশ মনে আছে গানটা লিখে মা-কে শুনিয়েছিলাম। মায়ের খুব পছন্দ হয়েছিল। খুশি হয়ে আমায় একটা কুশান কিনে এনে দিয়েছিলেন উপহার হিসাবে। দ্বিতীয়বার যখন সিদ্ধান্ত নিই গান গাইব, ছোটবেলার এই লেখাটাই মাথায় আসে প্রথম। এর সঙ্গে অবশ্য সানন্দ কিরকিরের গলায় একটা ক্লাসিক্যাল অংশ আছে। সেই মিশেলটা ভারি সুন্দর হয়েছে।‘
ঋতাভরীর বিপরীতে এই গানে দেখা যাবে পাভেল গুলাটিকে। ঋতাভরী বলছেন, ‘থাপ্পড় দেখার পর থেকেই আমার পাভেলের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। তবে হিন্দি গান হলেও একেবারে বাঙালি প্রেমের গল্প বলবে শাওন। আমার সাজটাও কেমনই। শাড়ি.. হাতে শাঁখা,পলা।‘ আকাশি শাড়িতে সত্যিই অপূর্ব দেখাচ্ছে ঋতাভরীকে। ‘এই শাড়ি পরার ইচ্ছাটা কিন্তু আমার। আর পরিকল্পনাটা কেমন করে মাথায় এসেছিল জানেন? কাটে নেহি কাটতে দিন ইয়ে রাত..’, গুনগুন করে গেয়ে উঠলেন ঋতাভরী।
ছোটবেলা থেকেই বৃষ্টিতে ভিজতে ভালোবাসেন অভিনেত্রী। বৃষ্টির দিনের স্মৃতির ভাণ্ডারও তাই অফুরন্ত। ঋতাভরী বলছেন, ‘একবার টিউশন থেকে ফেরার সময় বন্ধুর সঙ্গে খেলছি। ক্লাস ৯ তখন। দোলনায় চাপছি হঠাৎ বৃষ্টি শুরু। বন্ধু চলে যেতে চাইছিল। আমি বললাম, চল ভিজি। তারপর বৃষ্টিতে ভিজে, কাদা ছুঁড়ে ছুঁড়ে খেলা চলল। খেয়ালই করিনি পায়ের নখ ভেঙে কখন রক্ত পড়ছে। জুতো পড়তে গিয়ে বুঝলাম। মা অবশ্য বকেননি। হাল ছেড়ে দিয়েছিলেন। জানতেন, আমি এমনই।‘
‘শাওন’-এর শ্যুটিং হয়েছিল কলকাতায়। বৃষ্টিতে শ্যুটিংয়ের কথা বললেই ‘পরী’ ছবির কথা মনে পড়ে ঋতাভরীর। বলছেন, ’পরী ছবির গোটা কাজটাই হয়েছিল বর্ষাকালে। কলকাতায় যখন শ্য়ুটিং চলছিল সেই সময় তো একটা দুর্ঘটনাই ঘটে গেল। আমাদের শট নিতেও সমস্য়া হত। বৃষ্টি থামার অপেক্ষা করতে হত। আর যখন কাজ করি, বৃষ্টি হলে মেকআপ ভ্যানের ভিতর বসেই আমি ছটফট করি। মনে হয়, ইশ.. এমন বৃষ্টি.. মেঘলা দিন। মেকআপ ভ্যানের আলোটাও ভালো লাগে না তখন।‘ এই ছবির শ্যুটিংয়ের জন্য পাভেলই মুম্বই থেকে কলকাতা উড়ে এসেছিলেন। অসুস্থতার কারণে বাইরে যেতে পারেননি ঋতাভরী।
‘শাওন’ গানটি প্রযোজনা করেছেন ঋতাভরীর বন্ধু রাহুল আর খুশবু। পরিচালনা করেছেন আত্রেয়ী। তিনিও ঋতাভরীর বন্ধু। ঋতাভরী বলছেন, এই গানটার পিছনে আমার মহিলা মহলের অনেকের অবদান রয়েছে।
সম্প্রতি মুক্তি পাবে ঋতাভরীর স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ব্রোকেন ফ্রেম’। তার অভিনীত ছবি এফআইআর ও মুক্তি পাবে সামনেই। কিন্তু করোনা পরিস্থিতিতে সেই ছবির মুক্তির নিয়েও অনিশ্চয়তা রয়েছে। লকডাউনে আপাতত বাড়িতেই রয়েছেন ঋতাভরী। ক্লান্ত গলায় বললেন, ’গতবার লকডাউনে তবুও নতুন কিছু করার কথা ভাবতাম। এইবার আর ভালো লাগছে না। তবে সবার সুস্থ থাকা খুব জরুরী।‘
আগামীকাল মুক্তি পাবে ঋতাভরীর গলায় প্রথম হিন্দি গান ও তাঁর দ্বিতীয় প্লে-ব্যাক ‘শাওন’। আর সেই হিন্দি গানের সুরেই নিখাদ বাঙালি প্রেমের গল্প শোনাবেন পাভেল-ঋতাভরী।
ছবি সৌজন্যে: ঋতাভরী চক্রবর্তী
- - - - - - - - - Advertisement - - - - - - - - -