Sonakshi-Zaheer: বিয়েতে থাকতে পারেননি, নবদম্পতির জন্য তাই 'দামি' উপহার পাঠান কিং খান, পোস্ট করলেন সোনাক্ষী সিন্হা
![Sonakshi-Zaheer: বিয়েতে থাকতে পারেননি, নবদম্পতির জন্য তাই 'দামি' উপহার পাঠান কিং খান, পোস্ট করলেন সোনাক্ষী সিন্হা Sonakshi-Zaheer: বিয়েতে থাকতে পারেননি, নবদম্পতির জন্য তাই 'দামি' উপহার পাঠান কিং খান, পোস্ট করলেন সোনাক্ষী সিন্হা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/09/6be40cf66f60390d4ec562f0f726690b1bfcd.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
২৩ জুন ২০২৪। সারাদিন ধরে একের পর এক অনুষ্ঠান। আইনি বিয়ে সারেন অভিনেত্রী সোনাক্ষী সিন্হা ও জাহির ইকবাল। রাতে আয়োজন করা হয় বিশেষ পার্টির। সেই সময়ের একগুচ্ছ ছবি শেয়ার করলেন সোনাক্ষী। ছবি: ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Sonakshi-Zaheer: বিয়েতে থাকতে পারেননি, নবদম্পতির জন্য তাই 'দামি' উপহার পাঠান কিং খান, পোস্ট করলেন সোনাক্ষী সিন্হা Sonakshi-Zaheer: বিয়েতে থাকতে পারেননি, নবদম্পতির জন্য তাই 'দামি' উপহার পাঠান কিং খান, পোস্ট করলেন সোনাক্ষী সিন্হা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/09/961377af709752c26761e77ae91df4241b840.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
লাল বেনারসি শাড়ি, সিঁথিতে সিঁদুর, মানানসই গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। অবশ্যই নজর এড়ায়নি হাতে আলতা। সাদা শেরওয়ানিতে নজর কাড়েন জাহির ইকবাল। ছবি: ইনস্টাগ্রাম
![Sonakshi-Zaheer: বিয়েতে থাকতে পারেননি, নবদম্পতির জন্য তাই 'দামি' উপহার পাঠান কিং খান, পোস্ট করলেন সোনাক্ষী সিন্হা Sonakshi-Zaheer: বিয়েতে থাকতে পারেননি, নবদম্পতির জন্য তাই 'দামি' উপহার পাঠান কিং খান, পোস্ট করলেন সোনাক্ষী সিন্হা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/09/dde0bb2571af8c1db9f6df6ecc2978c9cd606.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
এদিন প্রায় খান দশেক ছবি পোস্ট করেন নায়িকা। ক্যাপশনে প্রত্যেক ছবির নেপথ্য কাহিনি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। ছবি: ইনস্টাগ্রাম
প্রথম ছবিতে দুই বাহু ছড়িয়ে জাহির। এখন সেই ছবিই সোনাক্ষীর ফোনের ওয়ালপেপার। ২০০৭ সাল থেকে নিজেদের জন্য যে গান লিখেছেন তাঁরা, সেটাই উপভোগ করতে দেখা যাচ্ছে। ছবি: ইনস্টাগ্রাম
কোনও ছবিতে স্ত্রীকে তাঁর স্বপ্নের চরিত্রে সেজে উঠতে মোহিত হয়ে দেখছেন জাহির। কোথাও আবার আগেভাগে তৈরি হয় স্বামীর দিকে নজর সোনাক্ষীর। ছবি: ইনস্টাগ্রাম
কোনও ছবিতে আদরে চুম্বনে সোনাক্ষীকে ভরালেন জাহির ইকবাল। একটি ছবিতে 'বোকা কথা' বলে স্ত্রীকে হাসাতেও দেখা গেল তাঁকে। ছবি: ইনস্টাগ্রাম
একটি ছবিতে দেখা যাচ্ছে লিফটের মধ্যেই সম্ভবত ফোনে কোনও কিছু শুনছেন দম্পতি। সোনাক্ষীর ক্যাপশন অনুযায়ী, তখন তাঁরা কিং খানের পাঠানো বার্তা শুনছিলেন। ছবি: ইনস্টাগ্রাম
জাহির ইকবালের সবসময়ের প্রিয় তারকা শাহরুখ খান। প্রথম ছবিতে কিং খানের মতোই দুই বাহু ছড়িয়ে পোজ দিতে দেখা যাচ্ছে তাঁকে। ছবি: ইনস্টাগ্রাম
সোনার বিয়েতে উপস্থিত না থাকলেও নবদম্পতিকে ফোনে শুভেচ্ছাবার্তা পাঠান বাদশাহ। যা শুনে মন ভরে তাঁদের। সোনাক্ষীর কথায়, 'আমার মনে হয় এটাই জাহিরের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল'। ছবি: ইনস্টাগ্রাম
একটি ছবিতে দেখা গেল আয়নার সামনে বধূবেশে বসে চোখের জল মুছছেন অভিনেত্রী। নিজেকে সিঁদুর পরে দেখে আবেগঘন হয়ে পড়েন তিনি। শেষে দেখা গেল তাঁদের হাতে হাত রেখে স্বপ্নের বাড়ি পর্যবেক্ষণে। ছবি: ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -