Mamata Banerjee: 'গাড়ি ছেড়ে হয় সাইকেলে চড়ুন, নয় ১১ নং ধরুন', কাকে এমন ধমক দিলেন মমতা? কেন?
পুরসভা ভোট যত এগিয়ে আসছে, ততই শহরের নানাবিধ সমস্যা নিয়ে মুখ খুলতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হকার উচ্ছেদের পর এবার শহরের পরিবহণ ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। ছবি সূত্র- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোমবার নবান্নের সভাঘর থেকে সাংবাদিক বৈঠকে পরিবহণ দফতরের কাজে চরম ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, শহরে ট্রাফিক সমস্যা বাড়ছে, কিন্তু পরিবহণ দফতর তা গুরুত্ব দিয়ে দেখছে না। ছবি সূত্র- পিটিআই
মমতা এও বলেন, পরিবহণ দফতর দেখছি খুবই আস্তে চলে। ট্র্যাফিক জ্যাম এত বেশি হচ্ছে। অনেক রাস্তাও আটকে যাচ্ছে। কিন্তু সেই পরিস্থিতি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। ছবি সূত্র- পিটিআই
এরপরই পরিবহণ দফতরের কর্মীদের নিশানা করেন মমতা। মুখ্যমন্ত্রী সাফ বলেন, আপনাদের উচিত গাড়ি ছেড়ে সাইকেলে চড়া কিংবা ১১ নম্বর ব্যবহার করুন। মানে পা। ছবি সূত্র- পিটিআই
কলকাতার একাধিক রাস্তায় কাজ চলছে। কিন্তু সেই কাজও ধীর গতিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা। সেই কারণেই রাস্তায় গাড়ি আটকে সমস্যা তৈরি হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ছবি সূত্র- পিটিআই
তবে শুধু রাস্তা বা ট্রাফিক নিয়েই নয়, ট্রামলাইন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মমতা বলেন, ট্রাম কলকাতার হেরিটেজ। কিন্তু অনেক জায়গায় ট্রাম লাইন পড়ে আছে কিন্তু ট্রাম চলে না। ওই লাইনের ফলেই দুর্ঘটনা ঘটছে। ছবি সূত্র- পিটিআই
রাস্তাঘাটে রাজ্য সরকারের তরফে নীল রঙ করা নিয়েও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, এবার থেকে প্লাস্টিক রঙ ব্যবহার করে রঙ করতে হবে। চুনকাম করলে বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে, টাকাও যাচ্ছে, কাজও থাকছে না। ছবি সূত্র- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -