Sonakshi-Zaheer Wedding: বিয়ের আগের রাতে পুজো সারলেন কনের মা, উপস্থিত শত্রুঘ্ন-সোনাক্ষী, ছিলেন হুমা-সাকিবও
রাত পোহালেই বিয়ে সোনাক্ষী সিন্হা ও জাহির ইকবালের। তার আগে আজ সিন্হা বাড়ি 'রামায়ণ'-এ পুজোর আয়োজন করা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমা-বাবার বাড়িতে এদিন একটি নীল কো-অর্ড সেট পরে হাজির হন 'দাবাং' অভিনেত্রী সোনাক্ষী সিন্হা। ক্যামেরাবন্দি হতেই চওড়া হাসি ছুড়ে দেন পাপারাৎজিদের উদ্দেশ্যে।
সোনাক্ষী সিন্হার মা পুণম সিন্হাকে পুজোয় অংশ নিতে দেখা যায় 'রামায়ণ'-এর অন্দরে।
২৩ জুন বিয়ে। তার আগে আজ পুজোর আয়োজন। অংশ নিতে হাজির হন অভিনেত্রীর বন্ধু অপর অভিনেত্রী হুমা কুরেশি।
হুমার সঙ্গে ছিলেন ভাই ও অভিনেতা সাকিব সালিমও। তিনিও সোনাক্ষী ও জাহিরের ঘনিষ্ঠ বন্ধু।
পুজোর শেষে সস্ত্রীক অভিনেতা শত্রুঘ্ন সিন্হাকে বেরিয়ে যেতে দেখা যায়। গাড়ির ভিতর থেকেই হাত নেড়ে অভ্যর্ত্থনা জানান অভিনেতা।
আগামীকাল, রবিবার, রেজিস্ট্রির মাধ্যমে আইনি বিয়ে সারবেন সোনাক্ষী ও জাহির।
জাহিরের বাবা, সোনাক্ষীর হবু শ্বশুর জানিয়েছেন, হিন্দু বা মুসলিম, কোনও ধর্ম মেনেই বিয়ে হবে না। মনুষ্যত্ব ও ভালবাসাকে প্রাধান্য দিয়ে সাধারণ কোর্ট ম্যারেজই হবে।
একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল অভিনেত্রী সোনাক্ষী সিন্হা বিয়ের পর ধর্মান্তরণ করবেন। ইসলাম ধর্ম গ্রহণ করবেন বলে শুরু হয় জোর তরজা।
তবে এই সমস্ত জল্পনায় জল ঢেলেছেন জাহির ইকবালের বাবা। সম্প্রতি সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পরিষ্কার এই দাবি নাকচ করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -