Sonam Kapoor And Anand Ahuja: অ্য়াপেল স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে দ্য়ুতি ছড়ালেন সোনম কপূর ও আনন্দ আহুজা
Sonam Kapoor And Anand Ahuja: সম্প্রতি একটি স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা মিলল সোনম কপূর ও আনন্দ আহুজার।
অ্য়াপেল স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে দ্য়ুতি ছড়ালেন সোনম কপূর ও আনন্দ আহুজা
1/9
বলিউডে সেলিব্রিটি কাপলদের মধ্য়ে অন্য়তম সোনম কপূর ও আনন্দ আহুজা।
2/9
সম্প্রতি মুম্বইয়ে অ্যাপল স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা মিলল এই ডুয়োর।
3/9
সোনম ও আনন্দর পোশাক এদিন নজর কাড়ল সকলের। অভিনেত্রী নিজেই সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন একাধিক ছবি।
4/9
এদিনের অনুষ্ঠানে সোনম একটি কালো টপ পরেছিলেন। যা একটি হাঁটু দৈর্ঘ্যের ধূসর স্কার্টের সঙ্গে যুক্ত ছিল।
5/9
অন্য়দিকে আনন্দ আহুজা গাঢ় ধূসর প্যান্টের সঙ্গে একটি নেভি ব্লু শার্ট পরেছিলেন।
6/9
আলাদা করে নজর কাড়ল সোনমের মেকআপ। বাদামী লিপস্টিকের সঙ্গে ছিল যথাযথ চোখের মেকআপ। চুল ছিল বান করে বাঁধা।
7/9
সোনমের এই পোশাকের সঙ্গে ছিল মানাইসই হিল জুতো।
8/9
সোনম ও আনন্দের এদিন লুক নজর কেড়েছে নেটাগরিকদের।
9/9
এই ছবি গুলিই এখন ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়।
Published at : 18 Apr 2023 12:01 PM (IST)