Sonam Kapoor Birthday: কলেজ জীবনে হাতখরচা চালানোর জন্য এই কাজও করেন সোনম! জানুন অজানা তথ্য
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী সোনম কপূরের। জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরুপোলি পর্দার জগতের পরিবারে জন্ম হলেও খুব কম বয়স থেকেই স্বনির্ভর সোনম কপূর। জানা যায়, সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের মতোই কম বয়স থেকে টাকা রোজগার করতে চাইতেন তিনি।
কলেজ জীবনে নিজের হাত খরচা চালানোর জন্য ওয়েট্রেসের কাজ করতেন সোনম কপূর। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দামী দামী যে পোশাক তিনি পরতেন, তার জন্য অভিনেতা বাবার কাছে কখনও হাত পাতেননি।
ছবির জগতের পরিবারের মেয়ে হয়ে কখনও অভিনেত্রী হতে চাননি সোনম কপূর। বরং ক্যামেরার পিছনে থাকতে পছন্দ করতেন। ২০০৫ সালে 'ব্ল্যাক' ছবিতে পরিচালক সঞ্জয়লীলা বনশালীর সহকারী হিসেবে কাজ করেন।
পরিচালক সঞ্জয়লীলা বনশালীই সোনম কপূরকে অভিনেত্রী হতে রাজি করান। প্রায় দেড় বছর ধরে রাজি করানোর পর 'সাওয়ারিয়া' ছবিতে রণবীর কপূরের বিপরীতে অভিনয় করতে রাজি হন তিনি।
একদিকে যেমন ফিটনেস এবং ফ্যাশন সচেতন সোনম কপূর। তেমনই তিনি অত্যন্ত খাদ্যরসিকও বটে। স্ট্রিট ফুডের সঙ্গে বাড়ির তৈরি খাবার খেতেও খুব পছন্দ করেন তিনি। জানা যায়, 'সাওয়ারিয়া' ছবির জন্য প্রায় ৩০ কেজি ওজন কমিয়েছিলেন সোনম।
ভাইবোনদের সঙ্গে চুটিয়ে আনন্দ করতে পছন্দ করেন সোনম। নানা সময়ে তাঁকে অর্জুন, জাহ্নবী, খুশি, অংশুলা, সনয়া কপূর, রণবীর সিংহদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়।
অভিনেত্রী এবং মডেল হওয়ার পাশাপাশি সোনম কপূর একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পীও। ক্লাসিকাল ডান্সে তিনি খুব ছোটবেলা থেকেই প্রশিক্ষণ নিয়েছেন।
জানা যায়, খুব কম বয়সে স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যায় ভুগতেন সোনম কপূর। নানা সময়ে তিনি জানিয়েছেন যে, তাঁর ত্বকের সমস্যা ছিল। চুলের সমস্যা ছিল। পরবর্তীকালে তাঁর পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এবং ইনসুলিন রেসিসট্যান্স ধরা পড়ে। এরপরই মধুমেহ রোগ নিয়ে সচেতনতা শুরু করেন সোনম।
নানা কাজের মাঝে পড়াশোনা চালিয়ে গিয়েছেন সোনম কপূর। সিঙ্গাপুরের কলেজ থেকে থিয়েটার এবং আর্টস নিয়ে পড়াশোনার পর অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। সোনম কপূরকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -