Bollywood Style: পছন্দের পোশাক পরলেই মোটা দেখাচ্ছে? আউটফিট বাছার সময় মাথায় রাখবেন কী কী বিষয়?
মনের মতো পোশাক পরলে মোটা দেখাচ্ছে? কোন নিয়মে পোশাক পরলে রোগা দেখাবে? টিপস দিচ্ছেন সোনম কপূর (Sonam Kapoor)। সহজেই শিখে নিন আপনিও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযদিও মনে রাখবেন, মোটা হোক বা রোগা.. যে কোনও লুকেই আপনি সুন্দর। আপনার সেই সৌন্দর্য্য বৃদ্ধি করার জন্যই রইল কিছু টিপস
প্রথমেই বেছে নিন, আপনার শরীরের কোন অংশটা সবচেয়ে সুন্দর। যদি আপনার পা সুন্দর হয়, তাহলে পা খোলা পোশাক পরতে পারেন। কোমর সুন্দর হলে পরে নিন এতটা মেটাল বেল্ট।
যদি আপনার চুল লম্বা ও সুন্দর হয়, তাহলে সোনমের এই ছবিটির মতোই চুল খুলে রাখতে পারেন। এই ছবিতে সোনম মাথায় একটি লম্বা বো বেঁধেছেন। আপনিও বেঁধে নিতে পারেন আপনার পছন্দ মতো হেয়ার অ্যাক্সিসারিজ়
কখনোই আড়াআড়ি কাজের কোনও পোশাক পরবেন না। বেছে নেওয়ার চেষ্টা করুন লম্বা কাজের বা এক রঙের পোশাক।
ফ্ল্যাট জুতো ছেড়ে বেছে নেওয়ার চেষ্টা করুন হিল জুতো। তবে দেখবেন অ্যাঙ্কেলের কাছে যেন কোনও স্ট্র্যাপ না থাকে।
পোশাক এমন হবে যাতে ঢাকা পরে আপনার শরীরের সমস্যার জায়গাটা। যেমন যদি আপনার ভুঁড়ি থাকে তাহলে ফ্লেয়ার টপ পরুন বা ব্যবহার করুন জ্যাকেট।
যদি আপনার মা মোটা হয়, তাহলে ওয়াইড লেগ জিনস পরুন। স্কিনি জিনস পরলে পা মোটা দেখাতে পারে।
এ লাইন স্কার্ট বা হাঁটু পর্যন্ত পোশাক পরতে পারেন। এতে ইলিউসন তৈরি হবে এবং সুন্দর দেখাবে।
আপনার চেহারা যেমনই হোক, বেছে নিতে পারেন ফরম্যাল ব্লেজার। যে কোনও বডি শেপেই ভাল লাগে ব্লেজার.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -