Kaushiki Amavasya 2024: কথিত আছে এই তীর্থে এলে মনস্কামনা পূর্ণ হয়, কৌশিকী অমাবস্যায় সেজে উঠেছে বোলপুরের কঙ্কালীতলা

Kaushiki Amavasya 2024 Kankalitala: কথিত আছে, কঙ্কালীতলায় সতীর কোমর পড়েছিল। তখন থেকেই এই তীর্থের নাম কঙ্কালীতলা।

কৌশিকী অমাবস্যায় সেজে উঠেছে বোলপুরের কঙ্কালীতলা

1/10
মহাপীঠ তারাপীঠের মতোই বোলপুরের কঙ্কালীতলা সতীপীঠ। অমাবস্যার বিশেষ তিথি কৌশিকী অমাবস্যাকে ঘিরে সেজে উঠেছে কঙ্কালীতলা।
2/10
এই বিশেষ  দিনটিতে কঙ্কালীতলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা তারাপীঠে ভিড় জমান। এবার আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে মায়ের কাছে পুজো দেন অনেক ভক্ত। 
3/10
এদিন ভক্তদের সুবিধার্থে ভোগ খাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা, সেটাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিত।
4/10
এই পুজোর সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনি। কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠের মন্দিরের ন্যায় কঙ্কালী মন্দিরেও বিশেষ পুজোর আয়োজন করা হয়।
5/10
কথিত আছে সাধক বামাক্ষ্যাপা, ১২৭৪ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন।
6/10
মা তাঁকে নিরাশা করেনি। ধ্যানমগ্ন বামাক্ষ্যাপা এদিন তারা মায়ের আবির্ভাব পান।
7/10
এছাড়াও শোনা যায়, এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে, শুম্ভ- নিশুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন।
8/10
সেই নাম থেকেই 'কৌশিকী অমাবস্যা' নামটি এসেছে।আবার আজকের এই দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয়া স্তরের অন্যতম দেবী ‘তারা’ মর্ত ধামে আবির্ভূত হন৷
9/10
এ বছর মন্দির চত্বরে প্রচুর ভক্তদের সমাগম। তাই জাকজমকপূর্ণ ভাবে কৌশিকী অমাবস্যার পুজোর আয়োজন হয়েছে কঙ্কালীতলায়। 
10/10
কথিত আছে, কঙ্কালীতলায় সতীর কাঁক অর্থাত্‍ কোমর পড়েছিল। তখন থেকেই এই তীর্থের নাম কঙ্কালীতলা।
Sponsored Links by Taboola