Sonar Songsar: এক ফ্রেমে জুন আন্টি, শ্রীময়ী আর সর্বজয়া, অনুষ্ঠানে হাজির মদন মিত্র, সুজিত বসু
জুন আন্টি, শ্রীময়ী আর সর্বজয়া
1/10
ছুটির দিনের সন্ধেয় অনুষ্ঠানে মাতল ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দার তারকারা। জি বাংলা সোনার সংসার উপলক্ষ্যে মঞ্চে তারকা সমাগাম। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অঙ্কুশ হাজরা ও আবীর চট্টোপাধ্যায়।
2/10
মঞ্চে সঞ্চালনায় অঙ্কুশ, আর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তাঁর প্রেমিকা ঐন্দ্রিলা সেন। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে পোজ দিতে দেখা গেল তাঁকে।
3/10
হলুদ পোশাকে অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী মনামী ঘোষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মনামীর কালো শাড়ি পরা লুক।
4/10
গোলাপি গাউনে অনুষ্ঠানে হাজির ছিলেন সন্দীপ্তা সেন। মঞ্চে নৃত্যানুষ্ঠানেও যোগ দেন তিনি।
5/10
লাল বেনারসিতে অনুষ্ঠানে নজর কাড়লেন অভিনেত্রী পায়েল সরকার। সনাতনী সাজের সঙ্গে তিনি পরেছিলেন মানানসই ভারি গয়না।
6/10
এক ফ্রেমে সর্বজয়া, শ্রীময়ী আর জুন আন্টি। দর্শকাসনে পাশাপাশি উষসী, ইন্দ্রাণী হালদার ও দেবশ্রী রায়।
7/10
পাশাপাশি বিক্রম ও অঙ্কুশ। সঞ্চালনার ফাঁঁকেই বন্ধুর সঙ্গে ফ্রেমবন্দি অঙ্কুশ।
8/10
কেবল রুপোলি পর্দার তারকা নয়, অনুষ্ঠানে হাজির ছিলেন রাজনৈতির ব্যক্তিত্বও। মঞ্চে উঠে স্বমহিমায় গান গাইলেন মদন মিত্র।
9/10
দর্শকাসনে আলাপচারিতায় মদন মিত্র। পাশে 'রান্নাঘরের রানি' সুদীপা
10/10
অনুষ্ঠানে হাজির ছিলেন সুজিত বসু ও দেবাংশু ভট্টাচার্য্যও।
Published at : 27 Mar 2022 10:55 PM (IST)