Sonu Sood Birthday: সারাবছর সাধারণের পাশে সোনু সুদ, জন্মদিনে অফুরান ভালবাসায় ভিজলেন 'মসিহা'
কোভিড পরিস্থিতি হোক কিংবা করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনাই হোক, সাধারণ মানুষের পাশে বারবার সোনু সুদকে দেখতে পাওয়া গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোভিড পরিস্থিতিতে হাজার হাজার মানুষের মুখে খাবার তুলে দিয়েছিলেন সোনু সুদ।
এখানেই শেষ নয়, কোভিড পরিস্থিতিতে অক্সিজেনের ঘাটতি যখন দেখা দিয়েছে, সেসময় মানুষের কাছে অক্সিজেন পৌছে দিয়েও তিনি সাহায্য করেছিলেন।
তবে শুধু কোভিড পরিস্থিতিতেই নয়, এছাড়াও কম বেশি সারাবছরই তিনি সাধারণ মানুষের পাশে সাহায্যের হাত রেখেছেন।
পাশাপাশি, সম্প্রতি ঘটে যাওয়া ওড়িশা ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রেও সাধারণ মানুষের পাশে তাঁকে দাঁড়াতে দেখা গিয়েছিল।
করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাগ্রস্থদের জন্য তিনি খুলেছিলেন হেল্পলাইন।
আজ সোনু সুদের জন্মদিন। স্বাভাবিকভাবেই 'গরীবের মসিহার' জন্মদিনে উচ্ছ্বাসে ভাসলেন ভক্তরা।
এদিন গাড়ি থেকে প্রথমে হুড খুলে দেখতে পাওয়া যায় সোনু সুদকে। ততক্ষণে পুস্পবৃষ্টি শুরু হয়েছে প্রিয় মানুষকে ঘিরে।
এরপর ভক্তদের ভিড়ে মিশে যান সোনু সুদ। সেখানে প্রায় সকলেই ভালবাসায় ঘিরে রাখেন তাঁকে।
দেখতে দেখতে এবার ৫০ বছরে পা দিলেন বলিউডের এই বিখ্যাত অভিনেতা সোনু সুদ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -