Sonu Sood: মাত্র ২৩ বছরে বিয়ে, চিনা ছবিতেও অভিনয়, চিনুন ৫১-র 'সমাজসেবী' সোনু সুদকে
তিনি একাধারে অভিনেতা, সমাজসেবক, সমাজকর্মী। তিনি সোনু সুদ। ৩০ জুলাই ২০২৪ সালে পূর্ণ করলেন ৫১ বছর। তাঁর অভিনয়ের পাশাপাশি মানুষ তাঁকে ভালবাসেন পরোপকারী হিসেবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনেতার জন্মদিন উদযাপন করতে এদিন হাজির হন অনুরাগীরা। ফুলের তোড়া, গলায় উত্তরীয়র সঙ্গে কেক কেটে হুল্লোড়ে উদযাপন। হাসিমুখে, করজোড়ে অনুরাগীদের ধন্যবাদ জানান সোনু।
আজ জেনে নেওয়া যাক অভিনেতা সম্পর্কে কিছু অজানা তথ্য। সোনু সুদ ফিট থাকতে প্রচণ্ড পছন্দ করেন। সকলকেই উৎসাহিতও করেন তিনি ফিটনেসের ব্যাপারে।
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তিনি 'ওয়ার্ক আউট' সেশনের ভিডিও বা ছবি শেয়ার করেন তিনি। মদ্যপান তিনি করেন না, নিরামিষাশী। বাকিদেরও তিনি উৎসাহিত করেন।
১৯৯৯ সালে তামিল ছবি 'কাল্লাজাগর'-এ ডেবিউ করেন সোনু সুদ। কিন্তু বলিউডে তিনি প্রথম কাজ করেন ২০০২ সালে, 'শহিদ-এ-আজব' ছবিতে।
তবে এখানেই শেষ নয়। সোনু যে শুধুমাত্র বলিউড বা দক্ষিণী সিনে দুনিয়াতেই নাম করেছেন তাই নয়। তিনি অভিনয় করেছেন চিনা ইন্ডাস্ট্রিতেও। ২০১৬ সালে তাঁর প্রথম চিনা ছবি 'Xuanzang'।
জ্যাকি চ্যানের ছবি 'কুং ফু যোগা'-এ দেখা গিয়েছিল সোনু সুদকে। ২০১৭ সালের এই ছবিতে কাজ করেছিলেন দিশা পাটনি, আমায়রা দস্তুরের মতো ভারতীয় শিল্পীরা।
২০১৬ সালে সোনু নিজের প্রযোজনা সংস্থা চালু করেন। যার নাম রাখেন, 'শক্তি সাগর প্রোডাকশনস'। তাঁর বাবা শক্তি সাগর সুদের নামে নামকরণ হয় সংস্থার।
সোনু সুদ মাত্র ২৩ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৯৬ সালে সোনালিকে বিয়ে করেন তিনি। তাঁদের দুই সন্তান, অয়ন ও ইশান্ত।
সোনু সুদ সাধারণ মানুষের কাছে 'মাসিহা'। যখন ভয়ঙ্কর করোনা ভাইরাসের দাপটে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছিল, তখন সাধারণ মানুষের সাহায্যে নানাভাবে পাশে থেকেছেন তিনি। পরিযায়ী শ্রমিকদের সঠিকভাবে বাড়ি পৌঁছে দেওয়া থেকে ছাত্রদের জন্য কোচিং স্কলারশিপের ব্যবস্থা করে দেওয়া, সব করেছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -