Web Series: ১৬ বছর পর কেমন হবে কলকাতা শহরের গল্পটা? ভবিষ্য়ত খুঁজতে বেরোলেন সৌরভ চক্রবর্তী
১৬ বছর পর কেমন হবে কলকাতা শহরের গল্পটা?
1/7
‘শব্দ জব্দ’-এর সাফল্যের পর নতুন ওয়েব সিরিজ ‘সাড়ে সাইত্রিশ’-এর কাজে হাত দিলেন সৌরভ চক্রবর্তী।
2/7
আজ থেকে ১৬ বছর পর কেমন থাকবে এই শহর, তাই নিয়েই তৈরি হচ্ছে ‘সাড়ে সাইত্রিশ’।
3/7
২০৩৭-এর কলকাতা শহরের রূপটা ঠিক কেমন হবে, সেটাই এই গল্পের মূল বিষয়।
4/7
ওয়েব সিরিজটিতে অভিনয় করছেন কলকাতা ও মুম্বইয়ের একাধিক শিল্পী।
5/7
যার মধ্য়ে উল্লেখযোগ্য় কয়েকটি নাম হল সোলাঙ্কি রায়, চিত্রাঙ্গদা চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, একাবলী খন্না।
6/7
রয়েছেন অভিনেতা-গায়ক-সুরকার শিলাজিৎ মজুমদার, শতাফ ফিগারের মত অভিনেতারাও।
7/7
তবে ‘সাড়ে সাইত্রিশ’ ঠিক কোন ওয়েব প্ল্য়াটফর্মে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি।
Published at : 23 Sep 2021 01:23 PM (IST)