Sourav on Dadagiri: 'এত কথা বলার অভ্যাস নেই, কিন্তু 'দাদা'-কে তো প্রচুর প্রশ্ন করতে হয়', 'দাদাগিরি'-র অভিজ্ঞতা নিয়ে বলছেন সৌরভ
তারকাখচিত মঞ্চ। হাজির বাঙালির কিংবদন্তি। শুধু কী তাই? বড়পর্দা থেকে শুরু করে ছোটপর্দা, কার্যত ঝলমল করে উঠল মঞ্চ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'দাদাগিরি-গ্র্যান্ড ফিনালে'-র (Dadagiri) মঞ্চে হাজির রইলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), সৌমিলী চট্টোপাধ্যায় (Soumili Chatterjee), বিশ্বনাথ বসু (Biswanath Basu), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), রূপম ইসলাম (Rupam Ishlam), সৌমিতৃষা (Soumitrisha), নীল (Neel).. সবাই।
আর হ্যাঁ রইলেন মঞ্চের মধ্যমণি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)।
আগামী ৫ জুন সন্ধে ৪টার সময় সম্প্রচারিত হবে এই শো-টি। গোটা শো-তে সমস্ত তারকাদের সঙ্গেই কথা বলতে, মজা করতে এমনকি নাচের তালে পা মেলাতেও দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাবলীল সঞ্চালনা। আর তাই একের পর এক সিজন কার্যত 'হিট'।
'দাদাগিরি' শেষ হয়ে যাবে বলে দর্শকদের মনখারাপ। তবে সেই জায়গা নিচ্ছে 'সারেগামাপা'-র নতুন সিজন।
কেবল হাজির থাকাই নয়, জমিয়ে পারফর্মও করেন সৌমিতৃষা, নীলেরা।
'দাদাগিরি' শেষ হওয়ার পরে সৌরভ বলেন, 'দাদা-র এত কথা বলার অভ্যাস নেই। কিন্তু এই-শো-তে দাদাকে অনেক কথা বলতে হয়, প্রশ্ন করতে হয়।'
ক্রিকেটের জার্সি পরে 'দাদাগিরি'-র মঞ্চে উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিক। ব্যাট হাতে সৌরভের সঙ্গে কৌতুকে মেতে ওঠেন অভিনেতা।
অনুষ্ঠানে সস্ত্রীক হাজির ছিলে রূপম ইসলাম। তাঁর গানের শুরুতে মেতে ওঠে 'দাদাগিরি'-র মঞ্চ।
কেবল কাঞ্চন নন, ভারতের জার্সিতে ক্রিকেটের পোশাকে হাজির ছিলেন বিশ্বনাথও। দাদা-র সঙ্গে একফ্রেমে ধরা দেন বিশ্বনাথ ও কাঞ্চন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -