Yami Gautam: মুম্বইয়ে বৃষ্টির মধ্যেই নববধূর সাজে ইয়ামি গৌতম
সদ্য বিয়ে করেছেন। নববধূর সাজেই ঘুরছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। সম্প্রতি মুম্বইয়ে তাঁকে শাড়ি-গয়না পরে দেখা গেল। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বইয়ে বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বেরোলেন ইয়ামি। নববধূর সাজে তাঁকে অপরূপা লাগছিল।
অভিনেত্রীরা সাধারণত বিয়ের পরেও প্রকাশ্যে সিঁদুর বা বিয়ের পরিচয়বাহক গয়না পরে ঘোরেন না। কিন্তু ইয়ামি বুঝিয়ে দিয়েছেন, তিনি এই ভাবনায় বিশ্বাসী নন।
চিরাচরিত পোশাক ও গয়নায় ইয়ামির এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
গত ৪ জুন হিমাচল প্রদেশের মান্ডিতে পরিবারের লোকজনের উপস্থিতিতে প্রথা মেনে বিয়ে করেন ইয়ামি। তাঁর স্বামী লেখক ও পরিচালক আদিত্য ধর।
বিয়ের পর থেকে বেশিরভাগ সময়ই ইয়ামিকে চিরাচরিত পোশাকে দেখা গিয়েছে।
কয়েকদিন আগে বিমানবন্দরেও চিরাচরিত পোশাকেই দেখা গিয়েছে এই অভিনেত্রীকে।
বিয়ের পর কাজে ফিরেছেন ইয়ামি। অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি থ্রিলার ড্রামা ‘লস্ট’-এ অভিনয় করছেন তিনি।
কলকাতাতেও শ্যুটিং হচ্ছে ‘লস্ট’-এর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -