Srabanti Chatterjee: বয়েস শুধুই সংখ্যা, জন্মদিনে শ্রাবন্তীকে শুভেচ্ছার বন্যা
বয়েস শুধুই তাঁর কাছে একটা সংখ্যা। দেখতে দেখতে এবার ৩৬ এ পা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৯৭ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বাংলা ছবিতে অভিষেক। স্বপন সাহা পরিচালিত ওই ছবির নাম ছিল মায়ার বাঁধন।
তবে প্রথম ছবির পর একটা লম্বা গ্যাপ। তারপর ফের ২০০৩ সালে জিৎ-র বিপরীতে বাংলা ছবি 'চ্যাম্পিয়ন'-র মাধ্যমে সেলুলয়েডে ফেরেন তিনি।
এরপর তিনি টানা লম্বা সফরে অভিনয় জগতে নাম করেছেন। জিৎ, সোহম, দেব-র বিপরীতেই তিনি অধিকাংশ স্ক্রিন শেয়ার করেছেন।
তবে একঢালা চ্যাম্পিয়ন, দুজনে, সেদিন দেখা হয়েছিল ছবিতেই অভিনয় করেই থেমে থাকেননি তিনি। অচেনা ফ্রেমেও তাঁকে দেখা গিয়েছে।
তিনি অপর্ণা সেনের ফ্রেমেও ধরা দিয়েছেন। 'গয়নার বাক্স' ছবিতে কঙ্কনা সেন শর্মা এবং মৌসুমী চট্টোপাধ্যায়ের বিপরীতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনয় করেছেন। যা রীতিমত প্রশংসার দাবি রাখে।
২০১৮ সালে তিনি একেবারেই অন্য রূপে সেলুলয়েডে ধরা দিয়েছেন। সৃজিত মুখোপাধ্যায়ের উমা ছবিতে যীশু ছবিতে তিনি অভিনয় করেন।
মাত্র ১৬ বছর বয়েসে তিনি বিয়ে করেন। তবে বারবার বিচ্ছেদে ফিরলেও, কখনই তিনি বাংলা ছবি থেকে দূরে যাননি।
তবে দীর্ঘ অভিনয় জীবন সফরের মাঝেই তিনি রাজনীতিতেও যোগ দেন।২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হয়ে, ৫১ হাজার ভোটের ব্যবধানে তৃণমূলের কাছে বেহালা পশ্চিমের আসনে হেরে যান।
যদিও যাবতীয় বিতর্ক পিছনে সরিয়ে সকাল থেকেই অভিনেত্রীর জন্মদিনে সোশ্যালে শুভেচ্ছার বন্যা। সবমিলিয়ে ছুটির দিনে জমজমাটি রবিবার চট্টোপাধ্যায় পরিবারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -