India vs Malaysia: মালয়েশিয়ার বিরুদ্ধে থ্রিলার ফাইনালে জিতে ট্রফি ভারতের
সোশ্যাল মিডিয়ায় লেখালিখি হচ্ছে, ফাইনাল হো তো অ্যায়সা। চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ স্টেডিয়ামে হাজির দর্শকেরা হয়তো বাড়ি ফেরার পথে আলোচনা করছেন, পয়সা ওসুল ম্যাচ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির (Asian Champions Trophy Hockey) ফাইনালে ভারত বনাম মালয়েশিয়া ম্যাচের পাল্লা যেভাবে একবার এই শিবিরের দিকে ঝুঁকল তো পরক্ষণেই অন্য শিবিরের দিকে, তাতে শেষ মিনিট পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছিল না যে, কারা হাসবে শেষ হাসি।
যে ম্যাচে ৯ মিনিটের মাথায় গোল করে এগিয়ে গিয়েছিল ভারত। তারপর ৩ গোল হজম করে বসেছিল। ৪৪ মিনিট পর্যন্ত ম্যাচে কার্যত আর খুঁজেই পাওয়া যায়নি ভারতকে। ম্যাচের স্কোর তখন মালয়েশিয়ার পক্ষে ৩-১।
সকলে ধরেই নিয়েছেন যে রানার আপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ঘরের দলকে। হারতে হবে এমন এক দলের কাছে, যাদের গ্রুপ পর্বে ৫ গোল মেরেছিল ভারত।
কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ। এক মিনিটের মধ্যে জোড়া গোল।
৪৪ মিনিটে একটি হরমনপ্রীত নিজে করলেন পেনাল্টি কর্নার থেকে। দ্বিতীয় গোলটি করালেন পরক্ষণেই। তাঁর পাস ধরেই গোল গুরজন্ত সিংহের।
৪৫ মিনিটে ম্যাচ ৩-৩। ভারতের ঘুরে দাঁড়ানোর সেই শুরু।
৫৬ মিনিটে আকাশদীপ সিংহের গোল। ভারত এগিয়ে গেল ৪-৩ ব্যবধানে। স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে।
সেই ব্যবধান আর ঘোচাতে পারেনি মালয়েশিয়া। শেষ ৪ মিনিট ভারতের রক্ষণে আর দাঁতই ফোটাতে পারেনি মালয়েশিয়া। যারা সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন কোরিয়ার স্বপ্নভঙ্গ ঘটিয়েছিল। শনিবারও ভারতীয় শিবিরে আতঙ্ক তৈরি করেছিল। কিন্তু শেষ হাসি হাসলেন হরমনপ্রীত সিংহরাই।
চ্যাম্পিয়ন হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের একটি রেকর্ড ভেঙে দিল ভারত। এ নিয়ে চারবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী হল ভারত। পাকিস্তানের যে ট্রফি রয়েছে তিনবার। এতদিন তাদের সঙ্গে একই সারিতে ছিল ভারত। এবার তাদের ছাপিয়ে গেল। ছবি - পিটিআই ও হকি ইন্ডিয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -