Srabanti Priyanka: আগামী মাসে শ্যুটিং, ঈদে মুক্তি পাবে শ্রাবন্তী, প্রিয়ঙ্কার 'মীরজাফর'
এই ছবির ঘোষণা হয়েছিল আগেই, আর এবার রাজনৈতিক থ্রিলার 'মীর-জাফর' (Mir Zafar)-এর চরিত্রদের প্রথম লুক প্রকাশ্যে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরানা সরকার (Rana Sarkar) প্রযোজিত এই ছবির পরিচালক অর্কদীপ মল্লিকা নাথ (Arkadeep Mallika Nath)।
এটি অর্কদীপের প্রথম ছবি। সদ্য প্রকাশ্যে এসেছে চরিত্রদের লুক ।
'মীর-জাফর'-এ দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)-কে।
এছাড়াও রয়েছেন, সৌরভ দাস (Sourav Das), জিয়াউল রোশন (Jiaul Roshan) ও অন্যান্যরা।
এই রাজনৈতিক থ্রিলারে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকার কাহিনীর ছোঁয়া থাকবে ।
এই ছবির ঘোষণা করে রানা জানিয়েছিলেন, এটা নতুন প্রজন্মের মূলধারার ছবি । এই ছবির পোস্টারে দেখা গিয়েছিল দুটি লাইন
সেখানে লেখা আছে, 'আমাদের গল্প শুনে খোকা ঘুমায় না, খোকার পিলে চমকে যায় ।' আন্দাজ করা যাচ্ছে, এই ছবির গল্প হবে রহস্য রোমাঞ্চে মোড়া ।
এখনও এই ছবির শ্যুটিং শুরু হয়নি। শোনা যাচ্ছে, অধিকাংশ অংশের শ্যুটিং হবে মুর্শিদাবাদেই। নজর কেড়েছে প্রিয়ঙ্কা আর শ্রাবন্তীর লুকও।
চলতি বছরের ঈদে এই ছবি মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। এখনও ছবি শ্যুটিং শুরু হয়নি, শোনা যাচ্ছে ফেব্রুয়ারির প্রথমে শুরু হবে শ্যুটিং।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -