IND vs NZ 1st ODI: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সিরাজের বোলিং, গিলের ব্যাটিংয়ে জয় পেল ভারত
ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শ্রেয়সের বদলে ঈশান কিষাণ ভারতীয় একাদশে সুযোগ পান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফের একবার শুরুটা ভাল করেও রোহিত ৩৪ রানে সাজঘরে ফেরেন। ভারতীয় ওপেনাররা ৬০ রান যোগ করেন।
বিরাট কোহলিও এদিন রান পাননি। তিনি মিচেল স্যান্টনারের এক অসাধারণ বলে আট রানে ফেরেন।
সূর্যকুমার যাদবও ৩১ এবং হার্দিক পাণ্ড্য ২৮ রানের বেশি করতে পারেননি।
তবে পঞ্চম ভারতীয় হিসাবে গিল দ্বিশতরান হাঁকান। তাঁর ২০৮ রানে ইনিংসে ভর করে ভারত আট উইকেটের বিনিময়ে ৩৪৯ রান করে।
জবাবে সিরাজ ডেভন কনওয়েকে ফিরিয়ে শুরুটা ভালই করেন। ব্যর্থ নিউজিল্যান্ডের মিডল অর্ডার।
তবে ১৩১ রানে ছয় উইকেট হারিয়ে ফেলার পর মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার ১৬২ রান যোগ করেন।
ব্রেসওয়েল ১৪০ রানের দুরন্ত ইনিংসে নিউজিল্যান্ডকে কার্যত একাই জয়ের দোরগোড়ায় এনে দিয়েছিলেন।
তবে শেষ ওভারে শার্দুল ঠাকুর তাঁকে ফিরিয়ে ভারতের ১২ রানে জয় সুনিশ্চিত করেন।
৩৩৭ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। ভারতের হয়ে মহম্মদ সিরাজ সর্বাধিক চার উইকেট নেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -