Sreelekha Mitra: হেনস্থার অভিযোগ করেছিলেন শ্রীলেখা, পদ থেকে ইস্তফা দিলেন সেই মালয়ালি পরিচালক
তিনি সবসময়েই থাকেন চর্চার কেন্দ্রে। সদ্য আরজি কর ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। এখনও তাঁর ওয়াল ভরছে বিভিন্ন প্রতিবাদী পোস্টে। আর এবার হেনস্থার অভিযোগ করলেন অভিনেত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসদ্য, শ্রীলেখা মিত্র অভিযোগ করেছিলেন, মালয়ালি পরিচালক ও কেরল রাজ্য চলচ্চিত্র অ্যাকাডেমির প্রধান রঞ্জিত অনুমতি ছাড়াই শ্রীলেখাকে স্পর্শ করেছিলেন।
সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই, নিজের পদ থেকে ইস্তফা দিলেন মালয়ালি পরিচালক ও কেরল রাজ্য চলচ্চিত্র অ্যাকাডেমির প্রধান রঞ্জিত।
সূত্রের খবর, পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠতেই ওই রাজ্যের সংস্কৃতি বিষয়ক দফতরের মন্ত্রী সাজি চেরিয়ানের সঙ্গে একটি বৈঠক করেন রঞ্জিত।
আর সেখানেই নাকি মালয়ালি পরিচালক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। তাঁর সেই পদত্যাগ গৃহীতও হয়েছে।
ঠিক কী ঘটেছিল শ্রীলেখার সঙ্গে? অভিনেত্রীর দাবি, ২০০৯ সালের ‘পালেরি মনিক্যম: ওরু পাথিরাকোলাপাথাকাথিনতে কথা’ নামে একটি ছবিতে কাজ করার কথা ছিল তাঁর।
সেই ছবির চিত্রনাট্য শোনানোর জন্যই তাঁকে নিজের শোওয়ার ঘটে ডেকে নিয়ে যান পরিচালক। শ্রীলেখা ভেবেছিলেন বোধহয় ভিড় এড়ানোর জন্যই তাঁকে ডাকছেন পরিচালক।
কিন্তু অন্ধকার ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে হটাৎই শ্রীলেখার হাতের চুড়ি নিয়ে খেলতে শুরু করেন পরিচালক। সেই স্পর্শ শ্রীলেখার স্বভাবতই ভাল লাগেনি।
এরপর ওই পরিচালক শ্রীলেখার ঘাড়ে ও চুলে হাত দিলে শ্রীলেখা বুঝতে পারেন তাঁর ইঙ্গিত। সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যান অভিনেত্রী। শ্রীলেখার মতে, এই সবই হয়েছিল তাঁর থেকে অনুমতি না নিয়েই।
যদিও শ্রীলেখার এই অভিযোগ অসত্য বলে দাবি করেছিলেন পরিচালক। কিন্তু তার পরেও তিনি ইস্তফা দিয়েছেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -