IPL 2025: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএল ২০২৫ খেলতে পারেন একগুচ্ছ তারকারা
মহেন্দ্র সিংহ ধোনি ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। তারপর থেকে প্রতি মরশুমেই তাঁর আইপিএল অবসর নিয়ে জল্পনা শোনা গেলেও, তিনি চার মরশুম খেলে ফেলেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসবকিছু ঠিকঠাক থাকলে, ২০২৫ সালের আইপিএলেও ধোনিকে খেলতে দেখা যাবে। তিনি আইপিএলের এক নিয়ম অনুযায়ী আনক্যাপড ক্রিকেটার হিসাবেও খেলতে পারেন।
সদ্যই শিখর ধবন আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন। তবে আইপিএল থেকে তিনি অবসর নিয়েছেন কি না, সেই বিষয়ে কিছুই জানাননি।
ধোনি ও আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট খেলেন না। তাই গত মরশুমে পাঞ্জাব কিংসের অধিনায়ক ধবনকে আসন্ন আইপিএলে খেলতে দেখলে অবাক হওয়ার কিছুই নেই।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজ়িল্যান্ড দল একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি। সাম্প্রতিককালে ধারাবাহিকভাবে কিউয়িরা আইসিসি টুর্নামেন্টের নক আউটে পৌঁছলেও, এবার গ্রুপপর্বেই তাঁদের অভিযান শেষ হয়। ট-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তারকা বোলার ট্রেন্ট বোল্ট। তবে তাঁকে আইপিএলে খেলকে দেখার সম্ভাবনা প্রবল। রাজস্থান রয়্যালস তাঁকে রিটেন করে কি না, সেটা দেখার বিষয়।
ডেভিড ওয়ার্নারও বিশ্বকাপের পর অবসর নেন। তিনি আগেই টেস্ট থেকে অবসরের কথা জানিয়েছিলেন। তবে ২০১৬ সালের আইপিএল জয়ী তারকা পরের বছরের মেগা টুর্নামেন্টে সম্ভবত খেলবেন।
ট্রেন্ট বোল্টের মতোই রবীন্দ্র জাডেজাও বিশ্বকাপের পর অবসর ঘোষণা করেন। তবে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তাই আইপিএলে জাডেজাকে যে খেলতে দেখা যাবে তা কার্যত নিশ্চিত।
জাডেজার শুধু একা নন, বিশ্বজয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানান। তবে রোহিত আইপিএল খেলবেন। কোন দলের হয়ে তিনি আইপিএল ২০২৫-এ নামেন সেটা দেখার অপেক্ষায় সকলে।
বিশ্বকাপ শেষে অবসর নেওয়া তারকা ভারতীয় ত্রয়ীর তৃতীয়জন হলেন বিরাট কোহলি। রোহিত, জাডেজার মতো কোহলিরও আইপিএল ২০২৫-এ খেলা নিশ্চিত। ছবি- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -