Sreelekha Mitra: কোন খাবার খেয়ে এমন জেল্লাদার ত্বক পেলেন শ্রীলেখা? জানালেন নিজেই
শ্রীলেখা মিত্র
1/10
টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। নানা সময়ে নানা কারণে তিনি চর্চায় থাকেন।
2/10
ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবন। নেটিজেনদের আগ্রহও তাঁকে নিয়ে অসীম
3/10
সোশ্যাল মিডিয়াতেও সারাক্ষণ সক্রিয় থাকেন শ্রীলেখা। পোষ্যদের সঙ্গে সময় কাটানো থেকে একা কাটানো
4/10
ভিডিও এবং ছবি শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। তেমনই তিনি সম্প্রতি জানালেন, তাঁর উজ্জ্বল ত্বকের রহস্য কী।
5/10
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
6/10
নিজের ছবি পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, 'আমার জেল্লাদার ত্বকের রহস্য। মাসির হাতের রান্না। ডিমের ঝোল ভাত। আহাঃ...'।
7/10
অভিনেত্রীর পোস্ট দেখেই বোঝা যাচ্ছে, মজার ছলে বললেও তিনি তাঁর মাসির হাতের রান্না করা খাবার খেতে কতটা ভালোবাসেন।
8/10
প্রসঙ্গত, নানা ইস্যুতে সরব হন শ্রীলেখা মিত্র। কোনও ছবি প্রেক্ষাগৃহ না পেলে তাঁকে প্রতিবাদ করতে দেখা যায়।
9/10
আবার কিছুদিন আগে যখন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, তখনও তাঁকে সুস্থতা কামনায় পোস্ট করতে দেখা যায়।
10/10
মেয়ের জন্মদিনেও একাধিক ছবি পোস্ট করেন অভিনেত্রী। এছাড়াও তাঁর শরীরচর্চা করার ভিডিও এবং ছবি তো রয়েছেই।
Published at : 14 Dec 2022 08:41 PM (IST)