Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Sri Devi Birth Anniversary: শ্রীদেবীর ৬০তম জন্মদিনে 'চাঁদনী'-কে শ্রদ্ধার্ঘ গুগল ডুডলের, ইনস্টাগ্রামে পোস্ট বনি কাপুরের
আজ শ্রীদেবীর জন্মদিন। অভিনেত্রীর ৬০তম জন্মদিনে তাঁকে সম্মান জানিয়েছে গুগল ডুডল। শ্রীদেবীর বিখ্যাত চরিত্র 'চাঁদনী'-র আদলেই আঁকা হয়েছে গুগল ডুডলের ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রয়াত হয়েছিলেন অভিনেত্রী। পাঁচ বছর পেরিয়ে গেলেও অনুরাগীদের মনে আজও সমানভাবেই বিরাজ করেন 'হাওয়া হাওয়াই' গার্ল। অভিনেত্রীর জন্মদিনে ফ্যানরাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর ছবি, জানিয়েছেন শুভেচ্ছা।
প্রয়াত স্ত্রীর জন্মদিনে ইনস্টাগ্রামে পুরনো দিনের ছবি শেয়ার করেছেন বনি কাপুরও। বোঝাই যাচ্ছে, 'শ্রী' কে প্রতি মুহূর্তে মিস করেন তিনি। বনি কাপুর এবং শ্রীদেবীর এই ছবির মূল আকর্ষণ অভিনেত্রীর চওড়া হাসি। স্বামীর বাহুডোরে অন্তরঙ্গ হয়ে আছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় মায়ের জন্মদিনে ছোটবেলার ছবি শেয়ার করেছেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরও। ক্যাপশনে মাকে শুভ জন্মদিন বলে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। এই ছবিতে দেখা গিয়েছে শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরকেও। অন্যদিকে মায়ের সঙ্গে জাহ্নবী মাঝে মাঝেই নিজের ছোটবেলার, এমনকি বড়বেলার অনেক ছবিও শেয়ার করেন।
প্রয়াত হয়েছেন অভিনেত্রী। তবে শেষবারের মতো শ্রীদেবীকে দেখা যাবে অজয় দেবগণ প্রযোজিত খেলাধুলো সংক্রান্ত বায়োপিক 'ময়দান'-এ। এই ছবিতে ভারতীয় ফুটবলের জনক সৈয়দ আবদুল রহিমের চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে। এই ছবির রিলিজ ডেট এখনও জানা যায়নি।
জীবিত থাকাকালীন শ্রীদেবীর শেষ ছবি 'মম'। এই ছবির জন্য জাতীয় পুরস্কার (সেরা অভিনেত্রী মরণোত্তর) পেয়েছিলেন শ্রীদেবী। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ছবিতেও কাজ করেছিলেন অভিনেত্রী। পেয়েছেন পদ্মশ্রী পুরস্কারও।
শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলে শ্রীদেবী। এরপর দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক দুর্দান্ত ছবি। কমল হাসানের সঙ্গে 'সদমা', ঋষি কাপুরের সঙ্গে 'চাঁদনী', এছাড়াও 'মিস্টার ইন্ডিয়া', 'চালবাজ', 'লমহে', 'নাগিনা' এবং অনেকদিন বিরতি নেওয়ার পর 'ইংলিং ভিংলিশ'- সব ছবিতেই নজর কেড়েছেন তিনি।
পাঁচ দশক ধরে অভিনয় করেছেন শ্রীদেবী। একাধিক ভাষায় ছবি রয়েছে তাঁর। সিনেমাকে এক অন্য মাত্রা দিয়েছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও জনপ্রিয় ছিলেন শ্রীদেবী। একাধিক সিনেমাতেও সেই ঝলক দেখা গিয়েছে।
দীর্ঘদিন ব্রেক নেওয়ার পর ২০১৩ সালে 'ইংলিশ ভিংলিশ' ছবি দিয়ে প্রত্যাবর্তন করেছিলেন তিনি। একদম অন্য ধরনের চরিত্রে দেখা গিয়েছিল শ্রীদেবীকে।
পাঁচ বছর হয়ে গিয়েছে প্রয়াত হয়েছেন অভিনেত্রী শ্রীদেবী। তবে এখনও যেন এই খবর বিশ্বাস করতে পারেন না তাঁর অনুরাগীরা। সবটাই যেন তাঁদের কাছে দুঃস্বপ্ন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -