Sridevi Death Anniversary: চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা বলিউডের 'প্রথম মহিলা সুপারস্টার' শ্রীদেবীকে
১৩ অগাস্ট ১৯৬৩, জন্ম নেন বলিউড মহাতারকা শ্রীদেবী। জন্মের সময় নাম ছিল শ্রী আম্মা ইয়ঙ্গার আয়াপ্পান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনয় থেকে নাচ, সর্বত্র তাঁর সমান বিচরণ ছিল। হিন্দি ছবির সঙ্গে তাল মিলিয়ে কাজ করেছেন তেলুগু, তামিল, মালয়লাম ও কন্নড় ছবিতে।
ভারতীয় চলচ্চিত্র জগতের 'প্রথম মহিলা সুপারস্টার' হিসেবে চিহ্নিত হন শ্রীদেবী।
শ্রীদেবী তাঁর দীর্ঘ কর্মজীবনে জিতেছেন একাধিক পুরস্কার, পেয়েছেন অজস্র সম্মান। জাতীয় পুরস্কার, নন্দি অ্যাওয়ার্ড, তামিল নাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড, কেরল স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড, চারটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে তাঁর ঝুলিতে। পেয়েছেন ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও। দক্ষিণের ছবির জন্য তিনটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথ পেয়েছেন।
২০১৩ সালে চলচ্চিত্র জগতে তাঁর অবদানের জন্য 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত হন তিনি।
চলচ্চিত্র জগতে তামিল ছবি 'কন্ধন করুণাই' দিয়ে পা রাখেন তিনি। ১৯৬৭ সালের এই ছবিতে শিশু শিল্পী হিসেবে কাজ করেছিলেন শ্রীদেবী।
শ্রীদেবী অভিনীত একাধিক হিন্দি ছবির মধ্যে 'চাঁদনী', 'লমহে', 'মিস্টার ইন্ডিয়া', 'চালবাজ', 'নাগিনা', 'সদমা', 'ইংলিশ ভিংলিশ' ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।
শ্রীদেবী অভিনীত শেষ ছবি হল 'মম'। এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মরণোত্তর জাতীয় পুরস্কার পেয়েছিলেন।
১৯৯৬ সালে প্রযোজক বনি কপূরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রীদেবী। তাঁদের দুই সন্তান, জাহ্নবী কপূর ও খুশি কপূর।
সকলকে অবাক করে দিয়ে ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে মৃত্যু হয় শ্রীদেবীর। সেখানে পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠানে যান অভিনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -