Sridevi's Death Anniversary: শ্রীদেবীর মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা! কী ঘটেছিল সেই রাতে?
আজ মৃত্যুবার্ষিকী শ্রীদেবীর। মাত্র ৫৪ বছর বয়সে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেত্রী। গিয়েছিলেন দুবাইয়ে বিয়ে বাড়িতে। কিন্তু সেখান থেকে আর ফেরা হল না তাঁর। দুর্ঘটনাবশত জলে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি সারা দেশ চমকে যায় শ্রীদেবীর মৃত্যু সংবাদ পেয়ে। ভারতের প্রথম মহিলা সুপারস্টারের এমন মর্মান্তিক পরিণতিতে অবাক সাধারণ মানুষ থেকে তারকারা। কী হয়েছিল সেদিন?
জানা যায়, বনি কপূর এবং ছোট মেয়ে খুশির সঙ্গে দুবাইয়ে বিয়ে বাড়িতে গিয়েছিলেন শ্রীদেবী। বিয়ে বাড়ি মিটে গেলেও আরও কয়েকদিন সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। বড় মেয়ে জাহ্নবীর জন্য কেনাকাটা করার কারণেই আরও কয়েকদিন দুবাইয়ে থেকে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।
মর্মান্তিক সেই দিনের আগে কিছু প্রয়োজনে ভারতে ফিরে আসেন বনি কপূর। ভেবেছিলেন ফিরে গিয়ে শ্রীদেবীকে চমকে দেবেন। পরিকল্পনা মতোই সেদিন সন্ধেয় দুবাই যান বনি। সন্ধে প্রায় সাড়ে ৬টা নাগাদ স্ত্রীর সঙ্গে দেখা হয় বনির।
বনি কপূর এবং শ্রীদেবী হোটেলের ঘরে বসেই গল্প করছিলেন। দীর্ঘক্ষণ গল্প করার পর বেরনোর আগে তৈরি হতে বাথরুমে যান শ্রীদেবী। অভিনেত্রী স্ত্রীর মৃত্যুর স্মৃতিচারণা করে বনি কপূর এক সাক্ষাতকারে বলেন, 'শ্রীদেবী স্নান করতে গিয়েছিল আর বেরনোর জন্য তৈরি হচ্ছিল।'
সেই সময় বনি কপূর টিভি দেখছিলেন আর শ্রীদেবীর তৈরি হওয়ার অপেক্ষা করছিলেন। বেশ কিছুক্ষণ কেটে গেলেও স্ত্রীর ফিরে না আসায় তাঁর নাম ধরে ডাকেন বনি। কিন্তু উত্তর আসে না।
আরও কিছুক্ষণ ডাকাডাকির পরও উত্তর না পাওয়ায় বাথরুমের কাছে যান বনি কপূর। বাথরুমের দরজা আটকানো ছিল না। বনি গিয়ে দেখেন, বাথটবে ডুবে গিয়েছেন শ্রীদেবী। কল চালু রয়েছে। তা থেকে জল পড়ে যাচ্ছে।
শ্রীদেবীর মৃত্যু রহস্য আজও সমাধান হয়নি। কীভাবে তিনি জ্ঞান হারালেন, কীভাবেই বা বাথটবের জলে ডুবে গেলেন, তা আজও জানা যায়নি। শ্রীদেবীর মৃত্য আজও এক রহস্য হয়ে থেকে গিয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী জানা যায় যে, দুর্ঘটনাবশত জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর।
শ্রীদেবীর মৃত্যুর পর সঞ্জয় কপূর জানিয়েছিলেন যে, স্নান করাকালীন কার্ডিয়াক অ্যারেস্টের ফলেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর। শ্রীদেবীর প্রয়াণে শোকের ছায়া নেমে আসে বিনোদন জগতে। তাঁর এই অকাল প্রয়াণ আজও মেনে নিতে পারেন না তাঁর অনুরাগীরা।
শ্রীদেবীর মৃত্যুবার্ষিকীতে নেট দুনিয়ায় তাঁকে নিয়ে স্মৃতিচারণা করছেন অন্যান্য তারকারা। দুই কন্যা জাহ্নবী এবং খুশির অভিনেত্রী হওয়া দেখে যেতে পারলেন না তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -