Srimati: 'শ্রীমতী'-র প্রিমিয়ারে চাঁদের হাট, সবুজ শাড়িতে নজর কাড়লেন স্বস্তিকা
মুক্তি পেল অর্জুন দত্তের নতুন ছবি 'শ্রীমতী'। ছবিতে মুখ্য়ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন ছবির কলাকুশলী থেকে শুরু করে টলিউডে একাধিক চেনা মুখেরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রিমিয়ারে সবুজ শাড়িতে হাজির ছিলেন নায়িকা স্বস্তিকা। গলায় ভারি গয়নার সঙ্গে চোখে ছিল চশমা।
এই ছবিতে রয়েছেন তৃণা সাহাও। স্বস্তিকার ননদের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
এই ছবিতে প্রথমবার সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধলেন স্বস্তিকা। পর্দায় তাঁদের রসায়নও মনে ধরেছে দর্শকদের।
পর্দায় সোহমের সঙ্গে কাজ করার কেমন অভিজ্ঞতা হল? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে স্বস্তিকা বলছেন, 'আমি আর সোহম এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ করছি জানি না কেন কেউ কখনও আমাদের জুটি হিসেবে ভাবেনি।অর্জুন এটা কী করে করে ফেলল তাও জানি না।'
স্বস্তিকা আরও বলেন, 'তবে ওর সঙ্গে সিনগুলো খুব সহজ ভাবেই করেছি। পর্দায় দেখেও আমাদের অসামঞ্জস্য কিছু লাগছে না। অন্তত আমার তো তাই মনে হচ্ছে। একটা বিবাহিত জুটিই মনে হচ্ছে।'
এই ছবিতে স্বস্তিকার সঙ্গে প্রথম কাজ করলেন তৃণা। এবিপি লাইভকে তৃণা জানিয়েছিলেন, স্বস্তিকার সঙ্গে কাজ করা তাঁর সঙ্গে স্বপ্নপূরণেরই মত।
ছবির প্রিমিয়ারে হাজির দেবযানী চট্টোপাধ্যায়। লাল সাদা হাকোবা শাড়িতে সেজেছিলেন দেবযানী। সঙ্গে ছিল জাঙ্ক জুয়েলারি। প্রিমিয়ারে নজর কেড়েছে দেবযানীর সাজ।
ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সংঘশ্রী সিংহ মৈত্র। ছবিতে তাঁর ভূমিকা নেতিবাচক।
টিম শ্রীমতী। ছবি মুক্তি পেয়েছে এবার সাফল্যের খবরের অপেক্ষায় অর্জুন, স্বস্তিকা থেকে শুরু করে সবাই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -