আরিয়ানের সঙ্গে দেখা করার অনুমতি চাইলেন শাহরুখ, ছেলের জন্য বার্গার নিয়ে ছুটলেন গৌরি খান

Untitled_design_(35)

1/7
রেভ পার্টি থেকে আটকের পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জেরায় একাধিকবার কান্নায় ভেঙে পড়েছিলেন শাহরুখ খান-পুত্র আরিয়ান। অফিসারদের জেরায় এমন একাধিক তথ্য জানিয়েছেন যা চমকে দেওয়ার।
2/7
এদিকে সূত্রের খবর, ছেলের সঙ্গে দেখা করতে চেয়ে এনসিবির কাছে অনুমতি চেয়েছে শাহরুখ খান। যদিও সেই অনুমোদন মিলেছে কি না তা এখনও জানা যায়নি।
3/7
শাহরুখ তনয় জানিয়েছেন বাড়িতে তাঁর বাবার সঙ্গে দেখা করতে না কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হত।
4/7
এদিকে ছেলের স্বাস্থ্যের অবস্থা শুনে লকআপে বার্গার নিয়ে আসেন মা গৌরি খান। যদিও এনসিবি অফিসাররা সুরক্ষার খাতিরে তা ভিতরে নিয়ে যেতে দেয়নি।
5/7
এই মুহূর্তে ছেলেকে নিয়ে বেশ উদ্বেগের মধ্যেই দিন কাটাচ্ছেন শাহরুখ খান। শাহরুখ খানের বাড়িতে আসতে দেখা গিয়েছে বলিউডের ভাইজান সলমন খানকে।
6/7
এই সময় প্রিয় অভিনেতার দুর্দিনে মানসিকভাবে তাঁর পাশে রয়েছেন অনুরাগীরাও। মন্নতের বাইরে একটি প্ল্যাকার্ড ঝোলানো রয়েছে। যাতে লেখা রয়েছে, 'বিশ্বের সমস্ত প্রান্তের অনুরাগীরা হৃদয় থেকে ভালোবাসা জানাচ্ছি।
7/7
মাদককাণ্ডের তদন্তে, মঙ্গলবার আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে, মাদককাণ্ডে এখনও পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করল এনসিবি।
Sponsored Links by Taboola