Sushant Singh Birthday: এক নজরে বহুমুখী প্রতিভার অধিকারী সুশান্তের সেরা ছবি এবং অজানা তথ্য
আজ জন্মদিনে বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। এক নজরে দেখে নেওয়া যাক তাঁর সেরা ছবিগুলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'কাই পো চে' ছবি দিয়ে বলিউডে বড় পর্দায় আত্মপ্রকাশ হয় সুশান্ত সিংহের। ডেবিউ ছবিতেই দর্শকের মন জিতে নেন।
'পিকে' ছবিতে অল্প সময়ের চরিত্রে অভিনয় করলেও, সেই অল্প সময়েই অভিনয় দক্ষতা দিয়ে মন জিতে নিয়েছেন সুশান্ত।
প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হিসেবে অবশ্যই তালিকায় থাকবে 'এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি'। মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকে দুর্দান্ত অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান।
পদার্থবিদ্যায় জাতীয় অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন সুশান্ত সিংহ রাজপুত। শোনা যায়, যেকোনও কিছু খুব দ্রুত শিখে নিতে পটু ছিলেন তিনি।
পড়াশোনায় তুখোড় ছিলেন সুশান্ত সিংহ রাজপুত। শোনা যায়, ২০০৩ সালে অল ইন্ডিয়ান কম্পিটিটিভ পরীক্ষায় সারা দেশের মধ্যে সপ্তম স্থান অর্জন করেছিলেন।
সুশান্ত সিংহের কেরিয়ারের অন্য়তম হিট এবং চর্চিত ছবি 'ছিছোড়ে'। এই ছবিতে তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয় বিভিন্ন ক্ষেত্রে।
বহুমুখী প্রতিভার অধিকারী সুশান্ত সিংহ দুহাতেই সমানভাবে লিখতে পারতেন। গিটার বাজানোতেও তাঁর দক্ষতা ছিল।
ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। 'ধুম টু' ছবিতে 'ধুম এগেন' গানে হৃত্বিক রোশনের সঙ্গে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে পারফর্ম করেছিলেন।
'কেদারনাথ', 'দিল বেচারা', 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি'র মতো বিভিন্ন ছবিতে উল্লেখযোগ্য অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছেন সুশান্ত সিংহ রাজপুত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -