SSR Death Anniversary: 'কখনও ছেড়ে যাব না' বলা মানুষটাই তারার দেশে, জানুন সুশান্তের অজানা তথ্য
আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুতের। অসংখ্য অনুরাগীর মনে দুঃখ দিয়ে দুবছর আগে আজকের দিনেই অকালে পৃথিবী ছেড়ে চলে যান। অনুরাগী থেকে তাঁর সহকর্মীরা আজও বিশ্বাস করতে পারেন না যে কোন সেই কারণ, যা সুশান্তকে মৃত্যুর দিকে ঠেলে দিল। অভিনেতার মৃত্যুরহস্য আজও অজানা। চলছে তদন্ত। যদিও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছিল যে, গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে তাঁর। আজ সুশান্ত সিংহের মৃত্যুদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুশান্ত সিংহ রাজপুত দ্রুত যেকোনও কিছু শিখে নিতে পারতেন। পদার্থবিদ্যায় ন্যাশনাল অলিম্পিয়াড উইনার ছিলেন তিনি। ২০০৩ সালের ইন্ডিয়ান কম্পিটিটিভ এক্সামে সম্পত স্থান অধিকার করেন। দিল্লি টেকনিকাল ইউনিভার্সিটিতে পড়াকালীন অভিনয়ের জন্য মাঝপথেই পড়াশোনা ছাড়েন। গিটার বাজানো থেকে দুহাতে লেখায় দক্ষ ছিলেন সুশান্ত।
মহাকাশের প্রতি অমোঘ আকর্যণ ছিল সুশান্ত সিংহ রাজপুতের। এমনকি চাঁদে জমিও কেনেন। নাসা থেকে মহাকাশচারী হওয়ার প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। ঘণ্টার পর ঘণ্টা চোখ রাখতেন আকাশে।
মায়ের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল সুশান্ত সিংহের। যখন তিনি দ্বাদশ শ্রেণীতে পড়েন, সেই সময়ে তাঁর মা প্রয়াত হন। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনেতা শেষ পোস্ট ছিল তাঁর মাকে নিয়েই। একাধিক সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে মাকে নিয়ে নানা আবেগপ্রবণ কথা বলেন।
সুপার বাইক এবং গাড়ির নেশা ছিল সুশান্তের। একাধিক বিলাসবহুল গাড়ি কিনেছিলেন। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল নানা ব্র্যান্ডের গাড়ি কেনার। ৪৭৪৭ নম্বরের প্রতিও অদ্ভূত টান ছিল তাঁর। তাই অনেক টাকা খরচ করে নিজের গাড়ির নম্বর ৪৭৪৭ রেখেছিলেন।
ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সুশান্ত সিংহ। ২০০৬ সালে কমনওয়েলথ গেমসের সময়ে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে পারফর্ম করেন। এছাড়াও 'ধুম টু' ছবিতে 'ধুম এগেন' গানে হৃত্বিক রোশনের সঙ্গে নাচতে দেখা যায় তাঁকে।
২০২০ সালের ১৪ জুন। দিনটা ছিল রবিবার। করোনা পরিস্থিতি দেশে শুরু হয়েছে। তারই মধ্যে খবর পাওয়া যায়, বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্টেই ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে সুশান্ত সিংহ রাজপুতকে।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে ঘনায় নানা রহস্য। তাঁকে মাদক সরবরাহ করার অভিযোগে গ্রেফতার হন রিয়া চক্রবর্তী। প্রায় একমাস জেলে থাকার পর তিনি জামিন পান।
যে কটা বছর বলিউডে কাজ করেছিলেন, সুশান্ত সিংহের ছবির তালিকায় ছিল একাধিক হিট ছবি। 'এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি', 'কাই পো চে', 'ছিছোড়ে' কিংবা 'পিকে'। প্রতিটা ছবিতেই নিজের ছাপ রেখে গিয়েছেন অভিনেতা।
এক সোশ্যাল মিডিয়া পোস্টে সুশান্ত নিজেই লিখেছিলেন 'তোমার হাতটা বাড়িয়ে দাও। আমি তোমাকে কখনও ছেড়ে যাব না'। আজ সেই পোস্টেই অনুরাগীরা তাঁকে জিজ্ঞাসা করছেন, কেন এত তাড়াতাড়ি চলে গেলে। আজ সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়া ভাসছে তাঁর ছবিতে। সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা তাঁকে কতটা মিস করছেন, তা দেখে চোখে জল আসবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -