'Aporajeyo' Trailer Out: পর্দায় ফিরছেন শুভঙ্কর সান্য়াল, প্রকাশ্যে রঞ্জিত মল্লিকের 'অপরাজেয়' ছবির ট্রেলার
ফের বড়পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক। সঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায়, লাবনি সরকার। প্রকাশ্যে এল 'অপরাজেয়' ছবির ট্রেলার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি শহরের বুকে হয়ে গেল 'অপরাজিত' ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান।
পর্দায় একজন সত্যবাদী নিষ্ঠাবান উকিলের চরিত্রে ফিরছেন রঞ্জিত মল্লিক। চরিত্রের নাম শুভঙ্কর সান্যাল। পর্দায় তাঁকে দেখা যাবে নিষ্ঠার প্রতি অটল থাকতে লড়াই করতে।
একদিকে বার্ধক্য, কষ্টে বড় করা সন্তানদের দূরে চলে যাওয়ার যন্ত্রণা, অন্যদিকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অদম্য জেদ। এই দুইয়ের সামনেই শুভঙ্করের 'অপরাজেয়' হয়ে ওঠার কাহিনি এই ছবি।
'শত্রু' ছবির পুলিশ অফিসার শুভঙ্কর সান্যালের স্মৃতি উস্কে ফের একবার ফিরছেন রঞ্জিত মল্লিক। তবে এবার তিনি উকিল। ট্রেলারেই ফেরত পাওয়া গেল সেই 'বেল্টম্যান'কে।
শ্যাম দাগার কাহিনি ও প্রযোজনায় মোজোটেল এন্টারটেনমেন্ট ও দিব্যা ফিল্মসের ছবিটি মুক্তি পাবে পুজোর আগেই।
নেহাল দত্তর পরিচালনায় পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুমিত গঙ্গোপাধ্যায়, মৃণাল মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, সায়ন বন্দ্যোপাধ্যায়, গোপাল তালুকদারকে।
ট্রেলার পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'চার দশক পর শত্রুর দমন করতে বড়পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক'।
শুভঙ্কর সান্যাল একজন সৎ ও নিষ্ঠাবান আইনজীবী। জীবনের শেষ লগ্নে এসে একটি কেসে মানসিকভাবে ভীষণ ধাক্কা খান শুভঙ্কর।
টাকার জন্য এক মক্কেল একটি কেস তুলে নেন। তাঁর স্ত্রী মারা যাওয়ায় আরও কিছুটা ভেঙে পড়েন তিনি। কিন্তু পাশের বাড়ির এক বৃদ্ধের অনৈতিকভাবে বাড়ি বিক্রি হয়ে যাওয়া নিয়ে গর্জে ওঠেন তিনি। শুরু হয় তাঁর জীবনের এক নতুন অধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -