StarKids Holi 2021: তৈমুর সহ অন্য়ান্য়রা, কেমন কাটল স্টারকিডদের রঙের উৎসব?
আজ দোল, আর কাল সারা দেশ জুড়ে পালন হবে হোলি উৎসব। বলিউড তারকাদের পাশাপাশি রঙের উৎসবে মাতবে স্টারকিডরাও। এখন দেখে নেব গতবছর কেমন ভাবে হোলিতে মেতেছিলেন তৈমুর থেকে শুরু করে বিটাউনের অন্য়ান্য় স্টারকিডরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাদা পোশাকে ছোট্ট তৈমুরকে দেখা গেছিল রঙের উৎসবে সামিল হতে।
সেফ পুত্রকে এদিন আয়ার কোলে থাকা অবস্থাতেও দেখা গেছিল। তৈমুরের হাতে সেইসময় পিচকিরিও ছিল।
স্বামী ও সন্তানদের নিয়ে রঙের উৎসবে সামিল হয়েছিলেন বলিউডের সেনসেশানাল অভিনেত্রী সানি লিওনিও।
মেয়ে আরাধ্য়ার সঙ্গে হোলিতে খেলতে দেখা গিয়েছিল ঐশ্বর্যা রাই বচ্চনকও।
অভিনেতা কুণাল খেমুকে দেখা গেছিল ইনায়া ও তৈমুরের সঙ্গে হোলি খেলতে।
পাশাপাশি রঙের উৎসব থেকে বাদ গেলেন না নেহা ধুপিয়াও। নিজের মেয়ের সঙ্গে জমিয়ে রঙ খেলতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।
অভিনেত্রী এষা দেওয়লও মেয়ে ও স্বামীর সঙ্গে হোলি উৎসবে সামিল হয়েছিলেন।
করণ মেহরা ও নিশা রাওয়ালকেও তাদের ছেলে কবিশ মেহরার সঙ্গে হোলি খেলতে দেখা গেছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -