Subha Bijoya First Look: কৌশিক-চূর্ণির পরিবার সেজেছে দুর্গাপুজোর সাজে, 'শুভ বিজয়া'-র লুক প্রকাশ্যে
তিলোত্তমার বুকে যেন দুর্গাপূজোর আবহ। কলাবউ স্নান, ঢাকে কাঠি, লাল সাদা শাড়িতে, সিঁদুরে অঞ্জলি সাজ.. সব মিলিয়ে যেন পুজো পুজো গন্ধ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখনও পুজো আসতে ঢের দেরি, তবে ইতিমধ্যেই 'শুভ বিজয়া'-র প্রস্তুতি নিয়ে ফেলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)।
রহস্য সমাধান হল লুক প্রকাশে। গতকাল অর্থাৎ ২৮ তারিখ থেকেই শুরু হয়েছে পরিচালক রোহন সেন (Rohan Sen)-এর নতুন ছবি 'শুভ বিজয়া' (Subha Bijoya)-র শ্যুটিং।
প্রকাশ্যে এসেছে সমস্ত চরিত্রের প্রথম লুক। এই প্রথম কোনও পারিবারিক ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন বনি-কৌশানি।
এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করছেন মানসী সিংহ (Manashi Sinha), অমৃতা দে (Amrita Day)। ও দেবতনু (Devtanu)। এই ছবির সৌজন্যেই স্বামী-স্ত্রী হিসেবে দর্শক পর্দায় দেখবেন কৌশিক ও চূর্ণিকে।
প্রকাশ্যে এসেছে কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণি গঙ্গোপাধ্যায়ের লুকও। দুজনকেই বেশ অন্যরকম দেখাচ্ছে। ছবিতে তাঁদের চরিত্রের নাম অমর্ত্য ও বিজয়া।
অন্যদিকে, ছবিতে কৌশানীর নাম হয়েছে উমা। আর বনির চরিত্রের নাম আদিত্য।
গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee)। তাঁর চরিত্রের নাম অখিলেশ। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ভাইয়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি।
'কিছুক্ষণ এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি।
ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অমৃতা দে। বনির দিদির ভূমিকায় অভিনয় করছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -