Subhashree Ganguly: 'বেটা পড়াও, বেটি বাঁচাও' .. ১৩ দিন পার, সোশ্যাল মিডিয়ায় ফের ন্যায়বিচারের আর্জি শুভশ্রীর
আরজি কর কাণ্ডে বারে বারেই সরব হয়েছেন তিনি, পথে নেমেছেন। কলম ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। আর ফের একবার সরব হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসদ্য ধর্ষকদের শাস্তির কথা বলেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন শুভশ্রী। সেখানে তিনি বলেছিলেন ধর্ষকদের যৌনাঙ্গের ওপর ইঁদুর ছেড়ে দেওয়ার কথা।
শুধু এই একটি নয়, আজও সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। সেখানে লেখা, '১৩ দিন পার। ধর্ষকদের শাস্তি চাই'
আরও একটি ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানে লেখা, 'বেটা পড়াও, বেটি বাঁচাও'।
এই বার্তা দিয়ে শুভশ্রী বলতে চেয়েছেন যে, নারীদের সুরক্ষিত রাখার জন্য ছেলেদের শিক্ষা দেওয়া জরুরি। ছেলেদের শেখানো জরুরি, মেয়েদের রক্ষা করা উচিত।
সদ্য মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত, শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি 'বাবলি'। তবে সেই ছবির যাবতীয় প্রচার শেষ মুহূর্তে বাতিল করা হয়।
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে 'বাবলি'-র যাবতীয় প্রচার বাতিল করে দিয়েছিলেন অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক। যদিও ছবিটি ইতিমধ্যেই ব্য়বসা করছে।
সদ্য আরজি কর কাণ্ডে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের প্রায় সমস্ত অভিনেতা অভিনেত্রীরাই রাস্তায় নেমেছিলেন। এই দলের একেবারে সামনের সারিতেই ছিলে শুভশ্রী।
'বাবলি' ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ছবিতে শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় কেবল শুভশ্রী নন, একাধিক অভিনেতা অভিনেত্রী আরজি করের জঘন্য ধর্ষণ ও খুনের ঘটনায় বিরুদ্ধে সরব হয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -