Subhasree-Raj: রাজ শেয়ার করছেন শ্যুটিংয়ের ছবি.. মা শুভশ্রী ফিরলেন ইউভান-ইয়ালিনির কাছে
নতুন ছবি 'বাবলি' (Babli)-র শ্যুটিংয়ের জন্য শহর ছেড়েছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। সঙ্গে ছিলেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-ও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে, বাড়িতে রয়েছে একরত্তিরা... মা শুভশ্রীর তাই মন পড়েছিল বাড়িতেই। দ্বিতীয়বার মা হওয়ার পরে, এই শ্যুটিং ফ্লোরে ফিরলেন শুভশ্রী।
বাড়িতে ছোট্ট ছেলে ইউভান আর একরত্তি মেয়ে ইয়ালিনি। আর ফেরার পরে, খুদেদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিলেন শুভশ্রী।
রাজের নতুন ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে আবির-শুভশ্রীকে। তাঁরা ছাড়াও, এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সৌরসেনী মৈত্র (Souraseni Maitra)।
সকালে সোশ্যাল মিডিয়ায় ৩টি ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। তার প্রথম দুটিতে শুভশ্রীর কাঁধে বসে রয়েছে ইউভান। দু-হাতে খুদে জড়িয়ে রয়েছে মাকে। শুভশ্রীর চোখে চশমা, নো মেকআপ লুক।
তৃতীয় ছবিটি ছোট্ট ইয়ালিনির। এখনও তার ছবি প্রকাশ্যে আনেননি রাজ বা শুভশ্রী কেউই। ইয়ালিনিকে আড়ালেই রাখতে পছন্দ করছেন তাঁরা। আর তাই, খুদের কেবল দুটি পায়ের ছবিই দিয়েছেন শুভশ্রী।
অন্যদিকে রাজ শেয়ার করে নিয়েছেন শ্যুটিং ফ্লোরের বেশ কিছু ছবি। উত্তরবঙ্গে শ্যুটিং হয়েছে এই ছবির। ফ্লোরের কিছু ছবি শেয়ার করে নিয়েছেন রাজ।
সেখানে অনেকেই জানিয়েছেন, অধীর আগ্রহে ছবিটির জন্য অপেক্ষা করছেন তাঁরা।
সম্প্রতি বেশ কিছু ছবিতে অন্য ধারার গল্প বলে দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন রাজ। আর তাই, 'বাবলি'-র জন্যও অধীর আগ্রহে অপেক্ষা রয়েছে দর্শকদের।
বুদ্ধদেব গুহ (Buddhadev Guha)-র প্রেমের উপন্যাস 'বাবলি'। তাই অনুসারেই তৈরি হচ্ছে ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -