Suhana Khan: দামি ফোন হয়ে যায় দিব্যি, শাহরুখ কন্যার চুলের ক্লিপের দাম শুনে হতবাক সকলে
Bollywood Updates: চুলের ক্লিপের দাম এত! ছবি: ইনস্টাগ্রাম।
ছবি: ইনস্টাগ্রাম।
1/10
প্রথম ছবিতেই অভিনয় ক্ষমতা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন। কিন্তু বলিউডের 'বাদশা' শাহরুখ খানের কন্যা তিনি। তাই সাজগোজ বরাবরই ধোপদুরস্ত সুহানা খানের।
2/10
এবার নজর কাড়ল সুহানার চুলের ক্লিপ। ক্লিপটি দেখতে যদিও আহামরি কিছুই নয়, কিন্তু ক্লিপের দাম জেনে হতবাক সকলেই।
3/10
সম্প্রতি কোনও পার্টিতে গিয়েছিলেন সুহানা। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেখানকার কিছু মুহূর্ত তুলে ধরেছেন। আর সেই ছবি দেখেই সুহানার ক্লিপটি নজর কেড়েছে সকলে।
4/10
ছবিতে বডিকন ড্রেসের সঙ্গে চুলে চামড়ার একটি ক্লিপ লাগিয়েছিলেন সুহানা। আন্তর্জাতিক ব্র্যান্ড Prada-র ক্লিপ সেটি।
5/10
দেখতে সাধারণ হলেও, বাজারে ক্লিপটির দাম প্রায় ৬০০ ডলার, ভারতীয় মুদ্রায় যা ৫০ হাজার টাকার বেশি। ওই টাকায় দামি ফোন হয়ে যায় দিব্যি।
6/10
শুধু চুলের ক্লিপই নয়, পা থেকে মাথা পর্যন্ত সুহানার সাজ ছিল মহার্ঘই। যে ব্যাগটি সুহানার হাতে দেখা গিয়েছে, সেটির দাম দাম ২৬ হাজার ৫৭০ ডলার, ভারতীয় মুদ্রায় যা ২২ লক্ষ টাকা।
7/10
পশ্চিমি পোশাক পরুন বা সনাতনী, সাজগোজ সম্পর্কে বরাবরই সচেতন সুহানা। অ্যাকসেসরিজেও কোনও রকম আপস করেন না তিনি।
8/10
চড়া মেকআপ বা জমকালো সাজগোজ যদিও কমই করেন সুহানা। কিন্তু জামাকাপড়, গয়না, ব্যাগের ব্যাপারে বিশেষ ভাবে সচেতন তিনি।
9/10
কখনও কখনও মা গৌরী খানের পোশাকও পরেন সুহানা। মায়ের সাজগোজের সঙ্গে সুহানার সাজগোজের মিলও পান অনেকে।
10/10
আপাতত বাবা শাহরুখের সঙ্গে বড়পর্দায় ছবির প্রস্তুতি নিচ্ছেন সুহানা। ছবির নাম 'দ্য কিং'। ছবিতে খলনায়কের ভূমিকায় রয়েছেন অভিষেক বচ্চন।
Published at : 30 Jul 2024 10:18 PM (IST)